ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিপিএলে শাহিন আফ্রিদির খেলার সম্ভাবনা ক্ষীণ

  • আপডেট সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিপিএলের এবারের আসরে বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতি একদমই কম। এই না থাকার মধ্যেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কয়েক ম্যাচ খেলতে আসার কথা শাহিন শাহ আফ্রিদির। কিন্তু হাঁটুর চোট কাটিয়ে এখনও মাঠেই ফিরতে পারেননি পাকিস্তানের বাঁহাতি এই পেসার। তার পুনর্বাসন প্রক্রিয়াই শুরু হলো মাত্র। বিপিএলে তাই শেষ পর্যন্ত তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা সামান্যই। অনেকটা ঘটা করেই পাকিস্তানের দুই তারকা মোহাম্মদ রিজওয়ান ও শাহিনকে দলে নেয় কুমিল্লা। দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিপিএল খেলতে আসবেন এই দুজন। তবে এখন শাহিনের ব্যাপারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফেরার আশা করছেন শাহিন। এমনটা হলে তার বিপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পাওয়া হাঁটুর চোটে প্রায় সাড়ে তিন মাস খেলতে পারেননি শাহিন। পরে মাঠে ফিরলেও নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে এই ফাস্ট বোলার।
আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার জানায়, এ দিন থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলারদের একজন। “করাচিতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সোমবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে শাহিন আফ্রিদি। এর মধ্য দিয়ে যেমন শাহিনের সর্বোচ্চ যতœ নেওয়া যাবে, তেমনি মেডিকেল স্টাফরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে এবং তার ফেরার প্রক্রিয়া মসৃণ করে তোলায় সহায়তা করতে পারবে।” বিপিএলে শাহিনকে পাওয়া নিয়ে স্পষ্ট তথ্য নেই কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির কাছেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ হাসান তবু শোনালেন আশার কথা। “শাহিনের এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শাহিন এখনও (মেডিকেল টিমের) অনুমতি পায়নি। তবে মাঠে ফেরার অনুমতি পেলে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবে।” আগামী শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে কুমিল্লা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিপিএলে শাহিন আফ্রিদির খেলার সম্ভাবনা ক্ষীণ

আপডেট সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : বিপিএলের এবারের আসরে বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতি একদমই কম। এই না থাকার মধ্যেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কয়েক ম্যাচ খেলতে আসার কথা শাহিন শাহ আফ্রিদির। কিন্তু হাঁটুর চোট কাটিয়ে এখনও মাঠেই ফিরতে পারেননি পাকিস্তানের বাঁহাতি এই পেসার। তার পুনর্বাসন প্রক্রিয়াই শুরু হলো মাত্র। বিপিএলে তাই শেষ পর্যন্ত তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা সামান্যই। অনেকটা ঘটা করেই পাকিস্তানের দুই তারকা মোহাম্মদ রিজওয়ান ও শাহিনকে দলে নেয় কুমিল্লা। দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিপিএল খেলতে আসবেন এই দুজন। তবে এখন শাহিনের ব্যাপারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফেরার আশা করছেন শাহিন। এমনটা হলে তার বিপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পাওয়া হাঁটুর চোটে প্রায় সাড়ে তিন মাস খেলতে পারেননি শাহিন। পরে মাঠে ফিরলেও নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে এই ফাস্ট বোলার।
আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার জানায়, এ দিন থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলারদের একজন। “করাচিতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সোমবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে শাহিন আফ্রিদি। এর মধ্য দিয়ে যেমন শাহিনের সর্বোচ্চ যতœ নেওয়া যাবে, তেমনি মেডিকেল স্টাফরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে এবং তার ফেরার প্রক্রিয়া মসৃণ করে তোলায় সহায়তা করতে পারবে।” বিপিএলে শাহিনকে পাওয়া নিয়ে স্পষ্ট তথ্য নেই কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির কাছেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ হাসান তবু শোনালেন আশার কথা। “শাহিনের এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শাহিন এখনও (মেডিকেল টিমের) অনুমতি পায়নি। তবে মাঠে ফেরার অনুমতি পেলে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবে।” আগামী শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে কুমিল্লা।