এমদাদ শুভ্র
নামো নামো যুদ্ধে নামো, কৌশল দেখে নেবার
মজবুত পেশি কার কত জোর, দাও দেখিয়ে এবার
বেসামরিক পুরুষ নারী
মারো শিশু, উড়াও বাড়ি
শহর নগর দাও গুঁড়িয়ে, কর্ম পাবে লেবার
দু’পক্ষ হোক বিশ্বমোড়ল- অর্থে অস্ত্রে সেবার
চলো চলো যুদ্ধে চলো, তাক করো দেশ ধ্বংসে
কেন্দ্রবিন্দু ধর্মে এনে নিপাত করো বংশে
ধর্মালয়ে আঘাত হেনে
ধ্বংসাবশেষ সরাও ক্রেনে
যুক্ত করো শ্রমিক সেনা নতুন নতুন অংশে
দাও জানিয়ে বিষাক্ততা কী ভয়ানক দংশে
থামো থামো শেষ হয়নি মানবতার গীতি
সবচে’ দামি মানবহাসি আর মানুষের প্রীতি
কমাও দেমাগ, উগ্রতা ভাব
ভালোবাসার ভীষণ অভাব
তারচে’ অভাব বিশ্বজুড়ে বিপন্ন সম্প্রীতি
শান্তিকামী বিশ্ব গড়ার হোক প্রচলন রীতি