বাদল রায় স্বাধীন : বালিশ ছাড়া ঘুম,লিপস্টিকে চুম,
বৃক্ষের আড়ালে,প্রেম করার ধুম।
বাবা মায়ের নেই,যেখানে শাসন,
কচি কচি ঘাস,সকলের আসন।
ছেলে মেয়ে সেখানে,স্বাধীন ও মুক্ত,
আনন্দে নেচে উঠে,সকলের চিত্ত।
আর কি হয় জানেন,গার্ডেন আর পার্কে,
শিশু তৈরির কারখানা,যাবেননা ভরকে।
নির্জনে প্রেমের ফল,পেকে হয় লাল,
কোর্টে বিয়ে রেজিষ্ট্রার,না ঘুরতে সাল।
না হয় সুইসাইড,নয়তোবা খুন,
অনেকের নষ্ট,করতে হয় ভ্রুন।
না হয় ব্রেকআপে,ধরে কেউ নেশা,
কারো আবার সেখানে,দেহ বিক্রি পেশা।
শুদ্ধ হউক সে সকল,বিনোদন পার্ক,
জোড়া জোড়া প্রবেশে,লাগাও রেড মার্ক।
বিনোদন পার্ক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ