ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বিনিয়োগকারী কমেছে শেয়ারবাজারে

  • আপডেট সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা : শেয়ার বাজারের ওপর বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই কমেছে। ফলে, চলতি বছরে কমেছে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার পরিমাণ। বছরজুড়ে পুরুষদের পাশাপাশি নারী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। কমেছে নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যাও। মহামারি করোনাভাইরাসের মধ্যে ২০২০ সালের ১৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তথা শেয়ার বাজারের হাল ধরেন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তার সঙ্গে কমিশনার হিসেবে বিএসইসিতে যোগ দেন সাবেক শিল্প সচিব আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিএসইসিতে যোগ দেওয়ার এক বছরের মধ্যে নতুন এই কমিশনের উদ্যোগী কর্মকা- ও কর্মতৎপরতায় শেয়ারবাজারে গতি ফিরে এসেছে। একই সঙ্গে হারোনো আস্থা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে, চলতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেয়ার বাজার কিছুটা পতনমুখী প্রবণতায় ফিরেছে। বাজারের পতনমুখী প্রবণতা ও বিভিন্ন কারণে চলতি বছরের শেষদিকে বিও হিসাব খোলার পরিমাণ ২০.৫৩ শতাংশ কমেছে। পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ১৯.৫৮ শতাংশ। নারী বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ২৩.২৩ শতাংশ। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ২৫ লাখ ৩৮ হাজার ৩৩৩টি। এ বছরের (২০২১) ১৫ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ১৫৩টি। সে হিসেবে বিও হিসাব ৫ লাখ ২১ হাজার ১৮০টি বা ২০.৫৩ শতাংশ কমেছে। গত বছরের ৩১ ডিসেম্বর একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ১৬ লাখ ২৯ হাজার ৩৯৫টি। এ বছরের ১৫ ডিসেম্বর (২০২১) পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭২ হাজার ৪৫৬টি। সে হিসেবে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব কমেছে ২ লাখ ৫৬ হাজার ৯৩৯টি বা ১৫.৭৬ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ৯ লাখ ৮ হাজার ৯৩৮টি। এবছরের ১৫ ডিসেম্বর(২০২১) পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৬৯৭টি। সে হিসেবে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব কমেছে ২ লাখ ৬৪ হাজার ২৪১টি বা ২৯.০৭ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৫৭টি। সে হিসেবে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৩ লাখ ৬৭ হাজার ৭১২টি বা ১৯.৫৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টি। এ বছরের ১৫ ডিসেম্বর (২০২১) পর্যন্ত নারী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬ হাজার ৮৯৬টি। সে হিসেবে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮টি বা ২৩.২৩ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টি। এ বছরের(২০২১) ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯৭৫টি। সে হিসেবে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৪ লাখ ৫২ হাজার ১১১টি বা ১৮.৯৭ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৫৯টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ১৭৮টি। সে হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে ৬৮ হাজার ৬৮১টি বা ৪৪.০৬ শতাংশ। বছরজুড়ে নিষ্ক্রিয় বিও হিসাবের পরিমাণও কমেছে। গত বছরের ৩১ ডিসেম্বর নিষ্ক্রিয় বিও হিসাব ছিল ৪ লাখ ৩৪ হাজার ৪৬টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯২০টি। সে হিসেবে নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা কমেছে ৩ লাখ ১৭ হাজার ১২৬টি বা ৭৩.০৬ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

বিনিয়োগকারী কমেছে শেয়ারবাজারে

আপডেট সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

বিশেষ সংবাদদাতা : শেয়ার বাজারের ওপর বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই কমেছে। ফলে, চলতি বছরে কমেছে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার পরিমাণ। বছরজুড়ে পুরুষদের পাশাপাশি নারী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। কমেছে নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যাও। মহামারি করোনাভাইরাসের মধ্যে ২০২০ সালের ১৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তথা শেয়ার বাজারের হাল ধরেন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তার সঙ্গে কমিশনার হিসেবে বিএসইসিতে যোগ দেন সাবেক শিল্প সচিব আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিএসইসিতে যোগ দেওয়ার এক বছরের মধ্যে নতুন এই কমিশনের উদ্যোগী কর্মকা- ও কর্মতৎপরতায় শেয়ারবাজারে গতি ফিরে এসেছে। একই সঙ্গে হারোনো আস্থা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে, চলতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেয়ার বাজার কিছুটা পতনমুখী প্রবণতায় ফিরেছে। বাজারের পতনমুখী প্রবণতা ও বিভিন্ন কারণে চলতি বছরের শেষদিকে বিও হিসাব খোলার পরিমাণ ২০.৫৩ শতাংশ কমেছে। পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ১৯.৫৮ শতাংশ। নারী বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ২৩.২৩ শতাংশ। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ২৫ লাখ ৩৮ হাজার ৩৩৩টি। এ বছরের (২০২১) ১৫ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ১৫৩টি। সে হিসেবে বিও হিসাব ৫ লাখ ২১ হাজার ১৮০টি বা ২০.৫৩ শতাংশ কমেছে। গত বছরের ৩১ ডিসেম্বর একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ১৬ লাখ ২৯ হাজার ৩৯৫টি। এ বছরের ১৫ ডিসেম্বর (২০২১) পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭২ হাজার ৪৫৬টি। সে হিসেবে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব কমেছে ২ লাখ ৫৬ হাজার ৯৩৯টি বা ১৫.৭৬ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ৯ লাখ ৮ হাজার ৯৩৮টি। এবছরের ১৫ ডিসেম্বর(২০২১) পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৬৯৭টি। সে হিসেবে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব কমেছে ২ লাখ ৬৪ হাজার ২৪১টি বা ২৯.০৭ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৫৭টি। সে হিসেবে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৩ লাখ ৬৭ হাজার ৭১২টি বা ১৯.৫৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টি। এ বছরের ১৫ ডিসেম্বর (২০২১) পর্যন্ত নারী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬ হাজার ৮৯৬টি। সে হিসেবে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮টি বা ২৩.২৩ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টি। এ বছরের(২০২১) ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯৭৫টি। সে হিসেবে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৪ লাখ ৫২ হাজার ১১১টি বা ১৮.৯৭ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৫৯টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ১৭৮টি। সে হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে ৬৮ হাজার ৬৮১টি বা ৪৪.০৬ শতাংশ। বছরজুড়ে নিষ্ক্রিয় বিও হিসাবের পরিমাণও কমেছে। গত বছরের ৩১ ডিসেম্বর নিষ্ক্রিয় বিও হিসাব ছিল ৪ লাখ ৩৪ হাজার ৪৬টি। এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯২০টি। সে হিসেবে নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা কমেছে ৩ লাখ ১৭ হাজার ১২৬টি বা ৭৩.০৬ শতাংশ।