ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

  • আপডেট সময় : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

অর্থনৈতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাজার সম্প্রসারণে বাংলাদেশ ও থাইল্যান্ড যৌথভাবে কাজ করতে পারে। এ জন্য একটি আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন জরুরি। এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা সহজ হবে। রাজধানীর গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন দুই দেশের ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রয়েল থাই এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স পানম থংপ্রায়ুন, থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুনির হোসেন প্রমুখ।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে থাইল্যান্ড। আর বাংলাদেশের রয়েছে বিপুল দক্ষ ও তরুণ জনশক্তি। এসব সুবিধাকে কাজে লাগিয়ে উভয় দেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ রয়েছে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা, ওষুধ, অবকাঠামো, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। উভয় দেশ মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসির ওয়েবসাইট থেকে নৌকা বাদ, যুক্ত হলো দাঁড়িপাল্লা

বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

আপডেট সময় : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাজার সম্প্রসারণে বাংলাদেশ ও থাইল্যান্ড যৌথভাবে কাজ করতে পারে। এ জন্য একটি আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন জরুরি। এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা সহজ হবে। রাজধানীর গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন দুই দেশের ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রয়েল থাই এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স পানম থংপ্রায়ুন, থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুনির হোসেন প্রমুখ।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে থাইল্যান্ড। আর বাংলাদেশের রয়েছে বিপুল দক্ষ ও তরুণ জনশক্তি। এসব সুবিধাকে কাজে লাগিয়ে উভয় দেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ রয়েছে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা, ওষুধ, অবকাঠামো, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। উভয় দেশ মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজকের প্রত্যাশা/কেএমএএ