ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

বিনা মূল্যে স্যানিটারি পণ্য দেবে স্কটল্যান্ড

  • আপডেট সময় : ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড সোমবার থেকে বিনা মূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ করবে। ২০২০ সালে পাস করা ল্যান্ডমার্ক আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ রবিবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। স্কটিশ সরকার এক বিবৃতিতে জানায়, কাউন্সিল এবং শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিনা মূল্যে স্যানিটারি পণ্যের ব্যবস্থা রাখতে হবে, যাতে যাদের দরকার তারা সহজেই তা ব্যবহার করতে পারে। সামাজিক বিচার সচিব শোনা রবিসন বলেন, ‘নারীর সমতা এবং মর্যাদাসহ আর্থিক বাধা দূর করে বিনা মূল্যে পিরিয়ডের সময় প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করা অপরিহার্য। আমরা গর্বিত বিশ্বের প্রথম সরকার হিসেবে এ ধরনের পদক্ষেপ নিতে পেরে। ’ স্কটিশ সংসদ সর্বসম্মতিক্রমে মাসিক পণ্য বিল ২০২০ পাস করেছে। যার ফলে সব সরকারি ভবনে বিনা মূল্যে স্যানিটারি পণ্য ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যালয় এবং কলেজগুলোর টয়লেটে অবশ্যই পণ্যগুলো বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তার টুইটারে বলেন, ‘এই আইন পাসের জন্য ভোট দিতে পেরে আমি গর্বিত। স্কটল্যান্ড বিশ্বের প্রথম দেশ, যারা স্যানিটারি পণ্য বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা করছে, যাতে যাদের দরকার তারা সহজেই তা ব্যবহার করতে পারে‘।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিনা মূল্যে স্যানিটারি পণ্য দেবে স্কটল্যান্ড

আপডেট সময় : ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড সোমবার থেকে বিনা মূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ করবে। ২০২০ সালে পাস করা ল্যান্ডমার্ক আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ রবিবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। স্কটিশ সরকার এক বিবৃতিতে জানায়, কাউন্সিল এবং শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিনা মূল্যে স্যানিটারি পণ্যের ব্যবস্থা রাখতে হবে, যাতে যাদের দরকার তারা সহজেই তা ব্যবহার করতে পারে। সামাজিক বিচার সচিব শোনা রবিসন বলেন, ‘নারীর সমতা এবং মর্যাদাসহ আর্থিক বাধা দূর করে বিনা মূল্যে পিরিয়ডের সময় প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করা অপরিহার্য। আমরা গর্বিত বিশ্বের প্রথম সরকার হিসেবে এ ধরনের পদক্ষেপ নিতে পেরে। ’ স্কটিশ সংসদ সর্বসম্মতিক্রমে মাসিক পণ্য বিল ২০২০ পাস করেছে। যার ফলে সব সরকারি ভবনে বিনা মূল্যে স্যানিটারি পণ্য ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যালয় এবং কলেজগুলোর টয়লেটে অবশ্যই পণ্যগুলো বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তার টুইটারে বলেন, ‘এই আইন পাসের জন্য ভোট দিতে পেরে আমি গর্বিত। স্কটল্যান্ড বিশ্বের প্রথম দেশ, যারা স্যানিটারি পণ্য বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা করছে, যাতে যাদের দরকার তারা সহজেই তা ব্যবহার করতে পারে‘।