অর্থনৈতিক প্রতিবেদক: রোজার মাসে যাত্রীদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে বেসরকারি উড়োজাহাজ সেবার কোম্পানি এয়ার অ্যাস্ট্রা। ‘নো চার্জস অন ডেট চেঞ্জস’ নামের এই ক্যাম্পেইনের আওতায় কোনো ধরনের ফি ছাড়াই ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার অ্যাস্ট্রা বলেছে, ১ থেকে ২০ রমজান পর্যন্ত যাত্রীরা কোনো ফি ছাড়াই তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তন করার এই সুযোগ পাবেন। অফারটি এয়ার অ্যাস্ট্রা’র সেলস অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ট্র্যাভেল এজেন্টসহ সকল টিকেটিং চ্যানেলের জন্য প্রযোজ্য। ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কেনা টিকেট এই অফারের অন্তর্ভুক্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রমজান মাসে এয়ার অ্যাস্ট্রা প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে তিনটি, চট্টগ্রামে চারটি এবং সৈয়দপুরে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে।