ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

বিধ্বংসী পারফরম্যান্সে আইসিসির মাসসেরা বেয়ারস্টো

  • আপডেট সময় : ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কি একটা মাস কাটলো জনি বেয়ারস্টোর! প্রতিপক্ষ বোলারদের রীতিমত তুলোধুনো করে একের পর এক সেঞ্চুরি তুলে নিলেন। বিধ্বংসী ব্যাটিংয়ে টেস্টকে বানালেন টি-টোয়েন্টি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জুন মাসে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছেন ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার। সোমবার আইসিসি এই পুরস্কার ঘোষণা করেছে, যেখানে বেয়ারস্টোর সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন তারই স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জনি বেয়ারস্টো অসাধারণ ব্যাটিং করেন। ইংল্যান্ডের বিস্ফোরক এই ব্যাটার তিন ম্যাচের সিরিজে করেন ৩৯৪ রান। গড় ছিল ৭৮.৮০! সিরিজে ২টি সেঞ্চুরির পাশাপাশি ১টি হাফসেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইকরেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১২০.১২ স্ট্রাইকরেট ছিল তার। এছাড়া ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে মারকুটে ব্যাটিংয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইংল্যান্ডকে রেকর্ড জয় এনে দেন এই ব্যাটার। এদিকে নারী ক্রিকেটে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপ। টনটনে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে এক পারফরম্যান্স দেখিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। ক্যাপ পেছনে ফেলেছেন তারই স্বদেশি শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের ন্যাট শিভারকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

বিধ্বংসী পারফরম্যান্সে আইসিসির মাসসেরা বেয়ারস্টো

আপডেট সময় : ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : কি একটা মাস কাটলো জনি বেয়ারস্টোর! প্রতিপক্ষ বোলারদের রীতিমত তুলোধুনো করে একের পর এক সেঞ্চুরি তুলে নিলেন। বিধ্বংসী ব্যাটিংয়ে টেস্টকে বানালেন টি-টোয়েন্টি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জুন মাসে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছেন ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার। সোমবার আইসিসি এই পুরস্কার ঘোষণা করেছে, যেখানে বেয়ারস্টোর সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন তারই স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জনি বেয়ারস্টো অসাধারণ ব্যাটিং করেন। ইংল্যান্ডের বিস্ফোরক এই ব্যাটার তিন ম্যাচের সিরিজে করেন ৩৯৪ রান। গড় ছিল ৭৮.৮০! সিরিজে ২টি সেঞ্চুরির পাশাপাশি ১টি হাফসেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইকরেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১২০.১২ স্ট্রাইকরেট ছিল তার। এছাড়া ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে মারকুটে ব্যাটিংয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইংল্যান্ডকে রেকর্ড জয় এনে দেন এই ব্যাটার। এদিকে নারী ক্রিকেটে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপ। টনটনে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে এক পারফরম্যান্স দেখিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। ক্যাপ পেছনে ফেলেছেন তারই স্বদেশি শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের ন্যাট শিভারকে।