নিজস্ব প্রতিবেদক : ওমিক্রনের বিস্তার ঠেকাতে বিধি-নিষেধ জারির পরও নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত ‘সাংঘর্ষিক’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার প্রশ্ন, বিএনপির আন্দোলন বন্ধ করার জন্য কি এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণীসহ দলের নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য যখন জনগণ রাজপথে নেমেছে ঠিক সেই মুহূর্তে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সবকিছু খোলা রেখে শুধু রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সম্প্রতি বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ ও তাদের ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ সরকারের উপর চাপ প্রয়োগে করেছে। এরপর ওই সব পরিবারের বাড়িতে গিয়ে কিংবা থানায় নিয়ে সাদা কাগজে জোর করে স্বাক্ষর করানো হচ্ছে। এই আচরণ সরকারের নির্লজ্জতা এবং নিষ্ঠুর অমানবিকতার বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন
বিধি-নিষেধ জারির পরও নির্বাচন অনুষ্ঠান সাংঘর্ষিক : গয়েশ্বর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ