শাহনেওয়াজ কবির ইমন
মোহনায় এসে ডুবে যায় তরী,
বোঝে না মাঝি, জানে না নদী।
নিয়তির পরিহাস সকলে জানি;
আশায় বাঁধে বুক ডুবন্ত মাঝি!
হঠাৎ মাস্তুলে লাগে দখিনা হাওয়া!
ফুলে ওঠে পাল, থামে ডুবে যাওয়া।
বিধাতার লীলা বোঝা বড় দায়!
অতলে নতুন এক ছিদ্র দেখা যায়!
মনেতে সাহস নিয়ে ডুব দেয় মাঝি,
কোথায় সে ছিদ্র! মনে শঙ্কা ভারী।
দিনমণি কখন যে হবে অস্তগামী;
ছিদ্র খুঁজতে সে জীবন রাখে বাজি।
দ্রুতই চলছে যখন সময়ের ঘড়ি;
খানিক ভাসে, খানিক ডোবে তরী।
এই বুঝি থেমে যায় অসময়ে নাড়ি;
অবশেষে মিলে যায় ছিদ্রের বাড়ি।
মনেতে স্বস্তি খানিক আসে ফিরে,
মনে হয় নৌকা, যাবেই বুঝি নীড়ে।
দেহ যেন দেয় না সায় মনের সাথে;
তবুও ধরে যে হাল বিধাতাকে স্মরে।
প্রকৃতির খেলা বোঝে কোনজনে;
ডুবন্ত চর আটকায় জলের তলে।
সাহস ও সংযম ধরে রাখো মনে;
বিধাতা বধির নয় সকলে জানে।