ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বিদ্রোহের অবসান,অনুশীলনে ফিরবেন নারী ফুটবলাররা

  • আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিদেক: অবশেষে বিদ্রোহের পথ থেকে সরে এসেছেন নারী ফুটবলররা। সেই সঙ্গে পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে সম্মত হয়েছেন তারা। রোববার ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আলোচনা শেষে গণমাধ্যমকে কিরণ বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি। তারই ধারাবাহিকতায় আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ।

আমরা সংযুক্ত আরব আমিরাত যাব ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। ল চলে গেলে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আমি আজ ১৮ জনের সঙ্গেই বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা। ‘ বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরণের, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই। অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে। ‘ তবে এ বিষয়ে নারী ফুটবলাররা এখনো গণমাধ্যমে পরিষ্কার কিছু জানাননি।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিদ্রোহের অবসান,অনুশীলনে ফিরবেন নারী ফুটবলাররা

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিদেক: অবশেষে বিদ্রোহের পথ থেকে সরে এসেছেন নারী ফুটবলররা। সেই সঙ্গে পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে সম্মত হয়েছেন তারা। রোববার ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আলোচনা শেষে গণমাধ্যমকে কিরণ বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি। তারই ধারাবাহিকতায় আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ।

আমরা সংযুক্ত আরব আমিরাত যাব ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। ল চলে গেলে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আমি আজ ১৮ জনের সঙ্গেই বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা। ‘ বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরণের, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই। অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে। ‘ তবে এ বিষয়ে নারী ফুটবলাররা এখনো গণমাধ্যমে পরিষ্কার কিছু জানাননি।