ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

বিদ্যুৎ সমস্যা সাময়িক, ধৈর্য ধারণের আহ্বান ওবায়দুল কাদেরের

  • আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার ওপর আমেরিকার নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে অনেক। এ অবস্থায় দেশে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সরকার। তবে এ সমস্যাকে সাময়িক উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের নবগঠিত ইউনিট কমিটিসমূহের পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে এক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে এটা কেটে যাবে। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বাংলাদেশ অনেক পাল্টে গেছে। বিদেশে থেকে লোক এলে চিনতে পারে না। পদ্মা সেতু উদ্বোধনে সারা দেশে উৎসব আমেজ ছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন, উন্নয়ন আরও দেখবেন। আগামী কয়েক মাস পরেই বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, মেট্রোরেল উদ্বোধন করা হবে। আগামী নির্বাচনে বিএনপি কী বলে জনগণের কাছে ভোট চাইবে। তাদের এমন কিছু নেই, তারপরেও গলাবাজি করে। সাময়িক বিদ্যুৎ সমস্যায় ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির যদি লজ্জা থাকতো তাহলে বিদ্যুৎ নিয়ে কথা বলতো না। বিএনপির আমলে বিদ্যুতের জন্য শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল। দেশের মানুষ তা এখনো ভুলে যায়নি বিদ্যুৎের নামে খাম্বা দিয়েছিল। বিদ্যুৎের দাবিতে আন্দোলন করায় জনগণকে গুলি করে হত্যা করা হয়েছিল। আবার সেই দল বড় বড় কথা বলে। নেতাকর্মীদেরকে শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় পরিচিত সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সমস্যা সাময়িক, ধৈর্য ধারণের আহ্বান ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার ওপর আমেরিকার নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে অনেক। এ অবস্থায় দেশে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সরকার। তবে এ সমস্যাকে সাময়িক উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের নবগঠিত ইউনিট কমিটিসমূহের পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে এক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে এটা কেটে যাবে। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বাংলাদেশ অনেক পাল্টে গেছে। বিদেশে থেকে লোক এলে চিনতে পারে না। পদ্মা সেতু উদ্বোধনে সারা দেশে উৎসব আমেজ ছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন, উন্নয়ন আরও দেখবেন। আগামী কয়েক মাস পরেই বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, মেট্রোরেল উদ্বোধন করা হবে। আগামী নির্বাচনে বিএনপি কী বলে জনগণের কাছে ভোট চাইবে। তাদের এমন কিছু নেই, তারপরেও গলাবাজি করে। সাময়িক বিদ্যুৎ সমস্যায় ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির যদি লজ্জা থাকতো তাহলে বিদ্যুৎ নিয়ে কথা বলতো না। বিএনপির আমলে বিদ্যুতের জন্য শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল। দেশের মানুষ তা এখনো ভুলে যায়নি বিদ্যুৎের নামে খাম্বা দিয়েছিল। বিদ্যুৎের দাবিতে আন্দোলন করায় জনগণকে গুলি করে হত্যা করা হয়েছিল। আবার সেই দল বড় বড় কথা বলে। নেতাকর্মীদেরকে শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় পরিচিত সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।