ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
জেনেভা ক্যাম্পে রাত ৩টায় অভিযান

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পালায় সোহেল, কোটি টাকা-ককটেল-১১ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি যৌথবাহিনীর সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল মাদকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, পূর্বের গোয়েন্দা তথ্যে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে জেনেভা ক্যাম্পে আসবে। গ্রেফতারের উদ্দেশ্যে যৌথবাহিনী অভিযান চালায়। তবে বাহিনী পৌঁছানো মাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায়। সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে সোহেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেফতার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় সে। মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে।

প্রসঙ্গত, দুই দিন আগে জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ সহযোগীকে গ্রেফতার করা হলেও সোহেল পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

জেনেভা ক্যাম্পে রাত ৩টায় অভিযান

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পালায় সোহেল, কোটি টাকা-ককটেল-১১ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল মাদকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, পূর্বের গোয়েন্দা তথ্যে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে জেনেভা ক্যাম্পে আসবে। গ্রেফতারের উদ্দেশ্যে যৌথবাহিনী অভিযান চালায়। তবে বাহিনী পৌঁছানো মাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায়। সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে সোহেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেফতার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় সে। মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে।

প্রসঙ্গত, দুই দিন আগে জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ সহযোগীকে গ্রেফতার করা হলেও সোহেল পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।