ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বিদ্যুৎ-গ্যাস বিলে তারকা হোটেলগুলোর উদ্বেগ প্রকাশ

  • আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশে কাজ করা তারকা হোটেলগুলো। তারা জানিয়েছে, বর্তমানে উচ্চ মানের রেস্তোরাঁগুলো মেনু প্রস্তুত ও গরুর মাংস আমদানির ক্ষেত্রেও সমস্যায় পড়ছে। সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) বছর শেষের সভায় এসব কথা তুলে ধরেন দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধিরা।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিহা সভাপতি এইচএম হাকিম আলী।
সভায় হোটেল প্রতিনিধিরা আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা এই খাতের ব্যবসা বাড়াতে টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। এ ছাড়া আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে মদ কেনার প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা।

এ জন্য বিদ্যমান নীতিমালা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি উচ্চ মানের রেস্তোরাঁগুলোর মেন্যু প্রস্তুতিতে প্রভাব ফেলছে।
এদিকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন এ খাতের শীর্ষ নির্বাহীরা।

তারা বলেন, দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‌্যাডিসন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল সারিনা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, সিগাল হোটেল, মেপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ফার্স হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন, রোজ ভিউ হোটেল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল অমনি রেসিডেন্সি, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল এলিট প্যালেস, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্লাটিনাম হোটেল, সায়মান বিচ রিসোর্ট, হানসা রেসিডেন্স, রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. নাইমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বিদ্যুৎ-গ্যাস বিলে তারকা হোটেলগুলোর উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অর্থনৈতিক ডেস্ক: ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশে কাজ করা তারকা হোটেলগুলো। তারা জানিয়েছে, বর্তমানে উচ্চ মানের রেস্তোরাঁগুলো মেনু প্রস্তুত ও গরুর মাংস আমদানির ক্ষেত্রেও সমস্যায় পড়ছে। সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) বছর শেষের সভায় এসব কথা তুলে ধরেন দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধিরা।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিহা সভাপতি এইচএম হাকিম আলী।
সভায় হোটেল প্রতিনিধিরা আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা এই খাতের ব্যবসা বাড়াতে টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। এ ছাড়া আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে মদ কেনার প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা।

এ জন্য বিদ্যমান নীতিমালা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি উচ্চ মানের রেস্তোরাঁগুলোর মেন্যু প্রস্তুতিতে প্রভাব ফেলছে।
এদিকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন এ খাতের শীর্ষ নির্বাহীরা।

তারা বলেন, দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‌্যাডিসন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল সারিনা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, সিগাল হোটেল, মেপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ফার্স হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন, রোজ ভিউ হোটেল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল অমনি রেসিডেন্সি, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল এলিট প্যালেস, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্লাটিনাম হোটেল, সায়মান বিচ রিসোর্ট, হানসা রেসিডেন্স, রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. নাইমুল হক এ সময় উপস্থিত ছিলেন।