অর্থনৈতিক প্রতিবেদক : কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঋণসীমা নিয়ে শর্ত শিথিল করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে ব্যক্তি বা গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নিষেধাজ্ঞা পাঁচ বছরের জন্য স্থগিত থাকবে।
গতকাল মঙ্গলবার নতুন এ নির্দেশনা দিয়ে তা সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘœ রাখার লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয় যেমন- জমি ক্রয়, মেশিনারি আমদানি ও ক্রয় বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামত ইত্যাদির ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছরের জন্য তুলে নেওয়া হলো। এতে বলা হয়, একই সঙ্গে এ খাতে ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল কেনা বা আমদানির লক্ষ্যে ব্যয় নির্বাহের জন্যও ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা পাঁচ বছরের জন্য কার্যকর হবে না। তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী পাঁচ বছরের জন্য ঊর্ধ্বসীমা কত হবে, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঋণসীমায় শর্ত শিথিল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ