গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগী এলাকায় এই ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদের ছেলে। স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে উঠে কাজ করছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জনপ্রিয় সংবাদ