বগুড়া সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপম কর্মকার জগো (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শিশুপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপম শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে। রুপম প্রতিমা বিসর্জনের জন্য পূবালী সংঘ পূজা ম-পের প্রতিমা নামাতে যায়। এ সময় ম-পের আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।