কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান আহম্মেদ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ২০৪ নম্বর নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান আহম্মেদ পোয়ালবাড়িয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালার ওপরে ফেলে দেয়। এ সময় টিনের চালার ওপর থেকে জিসান তার স্যান্ডেল নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক জানান, বিষয়টি খুবই দুঃখজনক।
জনপ্রিয় সংবাদ