ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে মুহূর্তেই প্রাণ গেল মা, বাবা ও মেয়ের

  • আপডেট সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি ও তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তাঁর স্ত্রী আবেদা আক্তার (৪০) এবং তাঁদের মেয়ে পিংকি আক্তার (২২)। এ ঘটনায় তাসিয়া আক্তার নামের দেড় বছরের একটি শিশু আহত হয়। সে পিংকি আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে আজ দুপুরে কিতাব আলী নবনির্মিত একটি আধা পাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তাঁর ছোঁয়া লাগে। স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার তাঁকে রক্ষা করতে গেলে তাঁরা দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের সঙ্গে শিশু তাসিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিনজনকেই মৃত ঘোষণা করেন।
প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই মা-বাবা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে মুহূর্তেই প্রাণ গেল মা, বাবা ও মেয়ের

আপডেট সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি ও তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তাঁর স্ত্রী আবেদা আক্তার (৪০) এবং তাঁদের মেয়ে পিংকি আক্তার (২২)। এ ঘটনায় তাসিয়া আক্তার নামের দেড় বছরের একটি শিশু আহত হয়। সে পিংকি আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে আজ দুপুরে কিতাব আলী নবনির্মিত একটি আধা পাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তাঁর ছোঁয়া লাগে। স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার তাঁকে রক্ষা করতে গেলে তাঁরা দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের সঙ্গে শিশু তাসিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিনজনকেই মৃত ঘোষণা করেন।
প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই মা-বাবা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।