ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ১

  • আপডেট সময় : ০৮:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎস্পষ্টে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় শরীফ হোসেন নামে আরো এক সহযোগী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে৷ জানা গেছে, সোমবার দুপুর ৩টার সময়ে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মোটর মেরামতের জন্য শরীফ ও আমির হোসেন যান।

কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ চলাকালিন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন। পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজের মোটর লাইনের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুজন মিস্ত্রি বিদ্যুৎস্পষ্টে আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এদিকে নিহতের ছোট বোন পারভীন আক্তারের দাবি, কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, সন্তানদের দায়িত্ব কে নেবে? সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৮:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎস্পষ্টে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় শরীফ হোসেন নামে আরো এক সহযোগী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে৷ জানা গেছে, সোমবার দুপুর ৩টার সময়ে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মোটর মেরামতের জন্য শরীফ ও আমির হোসেন যান।

কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ চলাকালিন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন। পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজের মোটর লাইনের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুজন মিস্ত্রি বিদ্যুৎস্পষ্টে আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এদিকে নিহতের ছোট বোন পারভীন আক্তারের দাবি, কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, সন্তানদের দায়িত্ব কে নেবে? সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।