হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই উপজেলায় ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন- গোয়াকারা গ্রামের হাজী রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০) ও হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরাজ মিয়া ও জমশেদ মিয়া। গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে তারা বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে যান। জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।