ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা হিসেবে ‘নাম লেখালো’ শাওমি

  • আপডেট সময় : ১২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বিদ্যুচ্চালিত গাড়ি ইউনিটের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক নিবন্ধন নিয়েছে শাওমি। এর মধ্য দিয়ে অটোমোটিভ খাতের দিকে আরও এক ধাপ এগিয়ে এলো প্রতিষ্ঠানটি।

শাওমি’র নতুন ইউনিটটির নাম হবে ‘শাওমি ইভি ইনকর্পোরেটেড’। এর নিবন্ধিত মূলধন উল্লেখ করা হয়েছে এক হাজার কোটি ইউয়ান বা একশ’ ৫৫ কোটি ডলার। শাওমি প্রধান নির্বাহী লেই জুন এ প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও উঠে এসেছে এক বিবৃতিতে।

বিদ্যুচ্চালিত ইউনিটের জন্য প্রতিষ্ঠানটি প্রায় তিনশ’ কর্মী নিয়োগ দিয়েছে এবং নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

মার্চে গাড়ি নির্মাণ ব্যবসায় পা রাখার ব্যাপারটি নিশ্চিত করেছে শাওমি। সাম্প্রতিক সময়ে নিজেদের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার স্থানটি দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী দশ বছরে এ খাতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার কথাও জানিয়েছে তারা।

এরই মধ্যে দুই হাজারেরও বেশি সাক্ষাৎকারমূলক জরিপ চালিয়েছে তারা। এ ছাড়াও দশেরও বেশি শিল্প সহকর্মী ও অংশীদারের সঙ্গে দেখা করেছে।

নিজেদের অটোমোটিভ খাতের কৌশল বা গাড়ির ধরন সম্পর্কেও কিছু বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহেই স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি স্টার্টআপ ‘ডিপমোশন’কে সাত কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে কেনার খবর জানিয়েছে শাওমি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা হিসেবে ‘নাম লেখালো’ শাওমি

আপডেট সময় : ১২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : বিদ্যুচ্চালিত গাড়ি ইউনিটের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক নিবন্ধন নিয়েছে শাওমি। এর মধ্য দিয়ে অটোমোটিভ খাতের দিকে আরও এক ধাপ এগিয়ে এলো প্রতিষ্ঠানটি।

শাওমি’র নতুন ইউনিটটির নাম হবে ‘শাওমি ইভি ইনকর্পোরেটেড’। এর নিবন্ধিত মূলধন উল্লেখ করা হয়েছে এক হাজার কোটি ইউয়ান বা একশ’ ৫৫ কোটি ডলার। শাওমি প্রধান নির্বাহী লেই জুন এ প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও উঠে এসেছে এক বিবৃতিতে।

বিদ্যুচ্চালিত ইউনিটের জন্য প্রতিষ্ঠানটি প্রায় তিনশ’ কর্মী নিয়োগ দিয়েছে এবং নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

মার্চে গাড়ি নির্মাণ ব্যবসায় পা রাখার ব্যাপারটি নিশ্চিত করেছে শাওমি। সাম্প্রতিক সময়ে নিজেদের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার স্থানটি দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী দশ বছরে এ খাতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার কথাও জানিয়েছে তারা।

এরই মধ্যে দুই হাজারেরও বেশি সাক্ষাৎকারমূলক জরিপ চালিয়েছে তারা। এ ছাড়াও দশেরও বেশি শিল্প সহকর্মী ও অংশীদারের সঙ্গে দেখা করেছে।

নিজেদের অটোমোটিভ খাতের কৌশল বা গাড়ির ধরন সম্পর্কেও কিছু বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহেই স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি স্টার্টআপ ‘ডিপমোশন’কে সাত কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে কেনার খবর জানিয়েছে শাওমি।