ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বিদ্যা বালান ও শেফালি শাহ’র ‘জলসা’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে

  • আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও শেফালি শাহ একত্রে পর্দায় আসছেন ‘জলসা’র মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা সুরেশ ত্রিবেণী। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জলসা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। সম্প্রতি বিদ্যা বালান ইন্সটাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “আসল গল্পটি তার হাসির নিচে লুকিয়ে আছে। অত্যন্ত আনন্দিত এটা ঘোষণা করতে পেরে যে ১৮ই মার্চ #জলসা প্রচারিত হতে যাচ্ছে।” ‘জলসা’র গল্প একজন সাংবাদিক ও তার বাবুর্চিকে ঘিরে আবর্তিত হয়েছে। নির্মাতা এখানে একজন সাংবাদিক ও বাবুর্চির জীবনের মধ্য দিয়ে সংঘাতের একটি গল্প বর্ণনা করেছেন। এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে টি-সিরিজের ভূষণ কুমার ও কৃষাণ কুমার, অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্টের বিক্রম মালহোত্রা ও শিখা শর্মা এবং সুরেশ ত্রিবেণী।
অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্টের সিইও বিক্রম মালহোত্রা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমাদের সময়ের সেরা দুই অভিনেত্রী, বিদ্যা বালান ও শেফালি শাহকে নিয়ে সুরেশ জটিল আবেগ, সুনিপুণ চরিত্র এবং আকর্ষণীয় গতির একটি চমৎকার আখ্যানে বুনেছেন।” অন্যদিকে ‘জলসা’ সবচেয়ে আকর্ষণীয় ও বিনোদনমূলক চলচ্চিত্রগুলোর একটি হবে বলে আশা করছেন প্রযোজক ভূষণ কুমার। সিনেমাটিতে বিদ্যা বালান ও শেফালি শাহ ছাড়াও অভিনয় করছেন মানব কৌল, রোহিনী হাত্তাঙ্গাদি, ইকবাল খান, বিধাত্রী বান্দি, শ্রীকান্ত মোহন যাদব, শাফিন প্যাটেল এবং সূর্য কাসিভাতলা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিদ্যা বালান ও শেফালি শাহ’র ‘জলসা’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে

আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও শেফালি শাহ একত্রে পর্দায় আসছেন ‘জলসা’র মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা সুরেশ ত্রিবেণী। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জলসা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। সম্প্রতি বিদ্যা বালান ইন্সটাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “আসল গল্পটি তার হাসির নিচে লুকিয়ে আছে। অত্যন্ত আনন্দিত এটা ঘোষণা করতে পেরে যে ১৮ই মার্চ #জলসা প্রচারিত হতে যাচ্ছে।” ‘জলসা’র গল্প একজন সাংবাদিক ও তার বাবুর্চিকে ঘিরে আবর্তিত হয়েছে। নির্মাতা এখানে একজন সাংবাদিক ও বাবুর্চির জীবনের মধ্য দিয়ে সংঘাতের একটি গল্প বর্ণনা করেছেন। এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে টি-সিরিজের ভূষণ কুমার ও কৃষাণ কুমার, অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্টের বিক্রম মালহোত্রা ও শিখা শর্মা এবং সুরেশ ত্রিবেণী।
অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্টের সিইও বিক্রম মালহোত্রা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমাদের সময়ের সেরা দুই অভিনেত্রী, বিদ্যা বালান ও শেফালি শাহকে নিয়ে সুরেশ জটিল আবেগ, সুনিপুণ চরিত্র এবং আকর্ষণীয় গতির একটি চমৎকার আখ্যানে বুনেছেন।” অন্যদিকে ‘জলসা’ সবচেয়ে আকর্ষণীয় ও বিনোদনমূলক চলচ্চিত্রগুলোর একটি হবে বলে আশা করছেন প্রযোজক ভূষণ কুমার। সিনেমাটিতে বিদ্যা বালান ও শেফালি শাহ ছাড়াও অভিনয় করছেন মানব কৌল, রোহিনী হাত্তাঙ্গাদি, ইকবাল খান, বিধাত্রী বান্দি, শ্রীকান্ত মোহন যাদব, শাফিন প্যাটেল এবং সূর্য কাসিভাতলা।