ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বিদেশে মুক্তি পাচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’

  • আপডেট সময় : ১২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘রাত জাগা ফুল’ সিনেমা বাংলাদেশে মুক্তি পায় গত বছরের শেষদিন ৩১ ডিসেম্বর। এখন সিনেমাটি চলছে হলে। জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির প্রথমবারের মতো এই ছবি দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে নাম লেখালেন। তিনি দিলেন নতুন সুখবর। তার ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশে। তিনি বলেন, ‘রাত জাগা ফুল’ সিনেমা প্রথম ফ্রান্সের প্যারিসে দেখানো হবে। তারপর অস্ট্রেলিয়ার সিডনিতে। এরই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে যাবে। তাছাড়া আমেরিকা, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ‘রাত জাগা ফুল’ সিনেমা দেখার আগ্রহ দেখাচ্ছেন দর্শক। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনুরোধ আসছেছে ছবিটি মুক্তি দিতে। আমরা ধীরে ধীরে সেই দেশগুলোতেও দেখানোর ব্যবস্থা করবো।’ মীর সাব্বির আরও বলেন, ‘আমি কখনো চিন্তা করিনি ‘রাত জাগা ফুল’ সিনেমা এভাবে দর্শক গ্রহণ করবে। ভালোবাসা দিবস উপলক্ষে আবার বেশকিছু সিনেমা হলে মুক্তি দেবেন হল মালিকরা। আমি দর্শককে বড় পর্দায় দেখাতে চেষ্টা করছি সিনেমাটা। তারপর ওটিটি প্ল্যাটফর্মে দেখাতে চাই।’ ‘রাত জাগা ফুল’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দল-মার্কা দেখে ভোট দেয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম

বিদেশে মুক্তি পাচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’

আপডেট সময় : ১২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘রাত জাগা ফুল’ সিনেমা বাংলাদেশে মুক্তি পায় গত বছরের শেষদিন ৩১ ডিসেম্বর। এখন সিনেমাটি চলছে হলে। জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির প্রথমবারের মতো এই ছবি দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে নাম লেখালেন। তিনি দিলেন নতুন সুখবর। তার ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশে। তিনি বলেন, ‘রাত জাগা ফুল’ সিনেমা প্রথম ফ্রান্সের প্যারিসে দেখানো হবে। তারপর অস্ট্রেলিয়ার সিডনিতে। এরই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে যাবে। তাছাড়া আমেরিকা, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ‘রাত জাগা ফুল’ সিনেমা দেখার আগ্রহ দেখাচ্ছেন দর্শক। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনুরোধ আসছেছে ছবিটি মুক্তি দিতে। আমরা ধীরে ধীরে সেই দেশগুলোতেও দেখানোর ব্যবস্থা করবো।’ মীর সাব্বির আরও বলেন, ‘আমি কখনো চিন্তা করিনি ‘রাত জাগা ফুল’ সিনেমা এভাবে দর্শক গ্রহণ করবে। ভালোবাসা দিবস উপলক্ষে আবার বেশকিছু সিনেমা হলে মুক্তি দেবেন হল মালিকরা। আমি দর্শককে বড় পর্দায় দেখাতে চেষ্টা করছি সিনেমাটা। তারপর ওটিটি প্ল্যাটফর্মে দেখাতে চাই।’ ‘রাত জাগা ফুল’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।