ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

  • আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩–এর অফিসিয়াল ও ‘অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ’ সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন, বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের দাবি ছিল এই তিনটি রাজস্ব আইনের স্বীকৃত ইংরেজি সংস্করণ প্রকাশের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব আইনের সঠিক ইংরেজি সংস্করণ না পাওয়ায় জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর–সংক্রান্ত বিধিবিধান স্পষ্টভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন ছিল। সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে সেই সংকট কাটলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে পুরোনো আয়কর অধ্যাদেশ ও কাস্টমস আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই নতুন আইনগুলোর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জোরালো হয়। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব আইন ইংরেজিতে রূপান্তরের কাজ করেন। পরে বিশেষ কমিটির মাধ্যমে কয়েক দফা যাচাই-বাছাই এবং আইন ও বিচার বিভাগের পর্যালোচনা শেষে এগুলো গেজেটে প্রকাশের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী—

১৬ অক্টোবর আয়কর আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।
১৩ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।

একই দিনে কাস্টমস আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়।
এর আগে ১০ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।

এনবিআর জানায়, এসব আইনের সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে করদাতা ও ব্যবসায়ীরা কর–সংক্রান্ত বিধি-বিধান আরো স্পষ্টভাবে জানতে পারবেন। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে এবং কর পরিশোধ ও আইন প্রয়োগ আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো বুঝতে এটি বড় সহায়তা দেবে, যা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে যুক্ত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। একই সঙ্গে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানানো হয়েছে।

এসি/আপ্র/২০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩–এর অফিসিয়াল ও ‘অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ’ সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন, বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের দাবি ছিল এই তিনটি রাজস্ব আইনের স্বীকৃত ইংরেজি সংস্করণ প্রকাশের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব আইনের সঠিক ইংরেজি সংস্করণ না পাওয়ায় জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর–সংক্রান্ত বিধিবিধান স্পষ্টভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন ছিল। সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে সেই সংকট কাটলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে পুরোনো আয়কর অধ্যাদেশ ও কাস্টমস আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই নতুন আইনগুলোর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জোরালো হয়। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব আইন ইংরেজিতে রূপান্তরের কাজ করেন। পরে বিশেষ কমিটির মাধ্যমে কয়েক দফা যাচাই-বাছাই এবং আইন ও বিচার বিভাগের পর্যালোচনা শেষে এগুলো গেজেটে প্রকাশের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী—

১৬ অক্টোবর আয়কর আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।
১৩ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।

একই দিনে কাস্টমস আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়।
এর আগে ১০ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।

এনবিআর জানায়, এসব আইনের সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে করদাতা ও ব্যবসায়ীরা কর–সংক্রান্ত বিধি-বিধান আরো স্পষ্টভাবে জানতে পারবেন। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে এবং কর পরিশোধ ও আইন প্রয়োগ আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো বুঝতে এটি বড় সহায়তা দেবে, যা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে যুক্ত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। একই সঙ্গে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানানো হয়েছে।

এসি/আপ্র/২০/১১/২০২৫