ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বিদেশি নাগরিকত্বের অভিযোগের ‘প্রমাণ’ চাইলেন খলিলুর রহমান

  • আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান -ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে একজন ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

গতকাল রোববার (১৮ মে) বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

 

নিরাপত্তা উপদেষ্টা বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।

 

শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ সরকার প্রধানের উদ্দেশে বলেছেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন।

সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিদেশি নাগরিকত্বের অভিযোগের ‘প্রমাণ’ চাইলেন খলিলুর রহমান

আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে একজন ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

গতকাল রোববার (১৮ মে) বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

 

নিরাপত্তা উপদেষ্টা বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।

 

শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ সরকার প্রধানের উদ্দেশে বলেছেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন।

সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।’