ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র-চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

  • আপডেট সময় : ০২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সুরক্ষা সেবা’ বিভাগ। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সফটওয়্যারটি উদ্বোধন করবেন।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, এ ব্যবস্থার অধীনে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া, বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই এবং সরকারি চাকরিতে যোগদানের আগে ভেরিফিকেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সূত্র আরও জানায়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দফতর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজেন্সি অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেবে। রিপোর্ট এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে অনলাইনেই ছাড়পত্র ইস্যু করবে। এ ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র প্রদান কার্যক্রম সহজ ও দ্রুত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র-চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

আপডেট সময় : ০২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সুরক্ষা সেবা’ বিভাগ। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সফটওয়্যারটি উদ্বোধন করবেন।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, এ ব্যবস্থার অধীনে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া, বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই এবং সরকারি চাকরিতে যোগদানের আগে ভেরিফিকেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সূত্র আরও জানায়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দফতর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজেন্সি অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেবে। রিপোর্ট এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে অনলাইনেই ছাড়পত্র ইস্যু করবে। এ ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র প্রদান কার্যক্রম সহজ ও দ্রুত হবে।