ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিদায় স্যামসাং গ্যালাক্সি নোট, থাকছে ‘স্টাইলাস’

  • আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ‘গ্যালাক্সি নোট’ ব্র্যান্ডকে বিদায় জানিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং। তার বদলে এক সময়ে স্মার্টফোন জগতে আলোড়ন সৃষ্টিকারী ব্র্যান্ডটি টিকে থাকবে “এস আল্ট্রা” সিরিজে।
চলতি ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২’-এ ‘নোট’ ব্র্যান্ডটি নিয়ে অবশেষে মুখ খুলেছে স্যামসাং। সম্প্রতি বাজারে আসা ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র দিকে ইঙ্গিত করে স্যামসাংয়ের স্মার্টফোন প্রধান রো তায়ে-মুন বলেছেন “স্যামসাং নোট এখন আল্ট্রা হিসেবে আসবে।”
প্রযুক্তি পণ্যের ভক্ত ও বাজার সংশ্লিষ্টদের জন্য খবরটি অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ২০২০ সালের ‘গ্যালাক্সি নোট ২০’ এবং ‘নোট ২০ আল্ট্রা’র পর ‘নোট’ ব্র্যান্ডের আর কোনো ডিভাইস বাজারজাত করেনি স্যামসাং। অন্যদিকে, ২০২২ সালে উন্মোচিত গ্যালাক্সি এস২২ আল্ট্রায় স্টাইলাস যোগ করেছে প্রতিষ্ঠানটি।
ভার্জ বলছে, নাম বাদে বাকি সব দিক বিবেচনায় এস২২ আল্ট্রা আদতে একটি ‘গ্যালাক্সি নোট’। এক দশক আগে প্রথম গ্যালাক্সি নোট ডিভাইস বাজারজাত করেছিল স্যামসাং। ২০১১ সালের অক্টোবরে উন্মোচিত ডিভাইসটি সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নজরে পড়ার মতোই ছিল। ৩.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৪এস এবং ৪.৩ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি এস ২-এর পাশে ৫.৩ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি নোটের উপস্থিতি ছিল দানবীয়।
কিন্তু, গেল কয়েক বছরে ‘গ্যালাক্সি নোট’-এর সঙ্গে স্যামসাংয়ের অন্যান্য ব্র্যান্ডগুলোর দূরত্ব কমেছে। ২০১৬ সালের গ্যালাক্সি এস৭ এর ডিসেপ্লর আকার চিল ৫.১ ইঞ্চি; হিসেবে যা প্রায় প্রথম গ্যালাক্সি নোট ডিভাইসের সমান। পাশাপাশি ‘নোট’ বাদেও অন্যান্য ডিভাইসের আনুসাঙ্গিকে পরিণত হয়েছে স্টাইলাস পেন। স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছিল গ্যালাক্সি নোট ডিভাইসগুলো। আবার স্যামসাংয়ের জন্য মাথা ব্যাথার কারণও হয়েছিল গ্যালাক্সি নোট ৭। ব্যাটারি ত্রুটি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হওয়ায় বাজার থেকে সব ডিভাইস উঠিয়েও নিয়েছিল স্যামসাং। ‘গ্যালাক্সি নোট’ ব্র্যান্ডের বিদায়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন ডিভাইসের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি হচ্ছে বলে মন্তব্য করেছে ভার্জ। ‘নোট’ না থাকলেও থাকছে ‘আল্ট্রা’; আল্ট্রার মধ্যেই টিকে থাকবে ‘নোট’-এর অস্তিত্ব।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধা

বিদায় স্যামসাং গ্যালাক্সি নোট, থাকছে ‘স্টাইলাস’

আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : ‘গ্যালাক্সি নোট’ ব্র্যান্ডকে বিদায় জানিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং। তার বদলে এক সময়ে স্মার্টফোন জগতে আলোড়ন সৃষ্টিকারী ব্র্যান্ডটি টিকে থাকবে “এস আল্ট্রা” সিরিজে।
চলতি ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২’-এ ‘নোট’ ব্র্যান্ডটি নিয়ে অবশেষে মুখ খুলেছে স্যামসাং। সম্প্রতি বাজারে আসা ‘গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র দিকে ইঙ্গিত করে স্যামসাংয়ের স্মার্টফোন প্রধান রো তায়ে-মুন বলেছেন “স্যামসাং নোট এখন আল্ট্রা হিসেবে আসবে।”
প্রযুক্তি পণ্যের ভক্ত ও বাজার সংশ্লিষ্টদের জন্য খবরটি অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ২০২০ সালের ‘গ্যালাক্সি নোট ২০’ এবং ‘নোট ২০ আল্ট্রা’র পর ‘নোট’ ব্র্যান্ডের আর কোনো ডিভাইস বাজারজাত করেনি স্যামসাং। অন্যদিকে, ২০২২ সালে উন্মোচিত গ্যালাক্সি এস২২ আল্ট্রায় স্টাইলাস যোগ করেছে প্রতিষ্ঠানটি।
ভার্জ বলছে, নাম বাদে বাকি সব দিক বিবেচনায় এস২২ আল্ট্রা আদতে একটি ‘গ্যালাক্সি নোট’। এক দশক আগে প্রথম গ্যালাক্সি নোট ডিভাইস বাজারজাত করেছিল স্যামসাং। ২০১১ সালের অক্টোবরে উন্মোচিত ডিভাইসটি সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নজরে পড়ার মতোই ছিল। ৩.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৪এস এবং ৪.৩ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি এস ২-এর পাশে ৫.৩ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি নোটের উপস্থিতি ছিল দানবীয়।
কিন্তু, গেল কয়েক বছরে ‘গ্যালাক্সি নোট’-এর সঙ্গে স্যামসাংয়ের অন্যান্য ব্র্যান্ডগুলোর দূরত্ব কমেছে। ২০১৬ সালের গ্যালাক্সি এস৭ এর ডিসেপ্লর আকার চিল ৫.১ ইঞ্চি; হিসেবে যা প্রায় প্রথম গ্যালাক্সি নোট ডিভাইসের সমান। পাশাপাশি ‘নোট’ বাদেও অন্যান্য ডিভাইসের আনুসাঙ্গিকে পরিণত হয়েছে স্টাইলাস পেন। স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছিল গ্যালাক্সি নোট ডিভাইসগুলো। আবার স্যামসাংয়ের জন্য মাথা ব্যাথার কারণও হয়েছিল গ্যালাক্সি নোট ৭। ব্যাটারি ত্রুটি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হওয়ায় বাজার থেকে সব ডিভাইস উঠিয়েও নিয়েছিল স্যামসাং। ‘গ্যালাক্সি নোট’ ব্র্যান্ডের বিদায়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন ডিভাইসের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি হচ্ছে বলে মন্তব্য করেছে ভার্জ। ‘নোট’ না থাকলেও থাকছে ‘আল্ট্রা’; আল্ট্রার মধ্যেই টিকে থাকবে ‘নোট’-এর অস্তিত্ব।