ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বিদায় জুলিয়েট

  • আপডেট সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চলে গেলেন উইলিয়াম শেকসপিয়ারের অমর সৃষ্টি রোমিও ও জুলিয়েটকে পর্দায় আনা ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। সিএনএন লিখেছে, জুলিয়েট চরিত্রের হাসির বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার তিনি নিজের বাড়িতে মারা গেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

১৯৬৮ সালে লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি যখন রোমিও-জুলিয়েট হয়েছিলেন, তখন এই অভিনেত্রী ছিলেন ১৫ বছরের কিশোরী। ওই বছরে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন হাসি। হোয়াইটিং ও হাসির অভিনয় নিয়ে কেবল ধন্য ধন্য পড়ে যায়নি, সফল সেই সিনেমা অস্কারও জয় করেছিল।

গত শতকের ষাটের দশকের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ পরিচালনা করেছিলেন ফাঙ্কো জেফিরেল্লি, যিনি প্রয়াত হন চার বছর আগে।
তবে সেই সময় তাদেরকে নগ্ন দৃশ্যে অভিনয়ে ‘বাধ্য করা হয়েছিল’ বলে অভিযোগ তুলে সিনেমা মুক্তির পাঁচ দশক পর প্রযোজনা সংস্থা প্যারামাউন্ড পিকচার্সের কাছে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন হোয়াইটিং ও হাসি ।

তবে তাতে ফল আসেনি। গত বছর ওই মামলায় হেরে যান সিনেমার দুই মূল পাত্র পাত্রী। হাসির জন্ম ১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। হাসির বয়স যখন সাত বছর, তখন তার পরিবার লন্ডনে পাড়ি জমায়। রোমিও-জুলিয়েটের পর হাসি কাজ করেন ১৯৭৪ সালে হরর সিনেমা ‘ব্ল্যাক ক্রিসমাস’ এ। এরপর তাকে পাওয়া গেছে ‘ডেথ অন দ্য নাইল’ সিনেমায়। এর মাঝে হাসি ফের নির্মাতা ফাঙ্কো জেফিরেল্লির সঙ্গে টিভি মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ মেরি চরিত্রে কাজ করেছেন। হাসি নব্বই দশকেও চুটিয়ে কাজ করেছেন। ওই সময়ে ‘সাইকো ৪: দ্য বিগিনিং’, ‘ইট’সহ আরো কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

এর পরবর্তী সময়ে হাসি বায়োগ্রাফিকাল ফিল্ম ‘মাদার টেরিজা’, থ্রিলার সিনেমা ‘এল গ্রিটো’ এবং কমেডি ঘরানার চলচ্চিত্র ‘টরটিলা হেভেন’ এ অভিনয় করেছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিদায় জুলিয়েট

আপডেট সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: চলে গেলেন উইলিয়াম শেকসপিয়ারের অমর সৃষ্টি রোমিও ও জুলিয়েটকে পর্দায় আনা ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। সিএনএন লিখেছে, জুলিয়েট চরিত্রের হাসির বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার তিনি নিজের বাড়িতে মারা গেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

১৯৬৮ সালে লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি যখন রোমিও-জুলিয়েট হয়েছিলেন, তখন এই অভিনেত্রী ছিলেন ১৫ বছরের কিশোরী। ওই বছরে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন হাসি। হোয়াইটিং ও হাসির অভিনয় নিয়ে কেবল ধন্য ধন্য পড়ে যায়নি, সফল সেই সিনেমা অস্কারও জয় করেছিল।

গত শতকের ষাটের দশকের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ পরিচালনা করেছিলেন ফাঙ্কো জেফিরেল্লি, যিনি প্রয়াত হন চার বছর আগে।
তবে সেই সময় তাদেরকে নগ্ন দৃশ্যে অভিনয়ে ‘বাধ্য করা হয়েছিল’ বলে অভিযোগ তুলে সিনেমা মুক্তির পাঁচ দশক পর প্রযোজনা সংস্থা প্যারামাউন্ড পিকচার্সের কাছে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন হোয়াইটিং ও হাসি ।

তবে তাতে ফল আসেনি। গত বছর ওই মামলায় হেরে যান সিনেমার দুই মূল পাত্র পাত্রী। হাসির জন্ম ১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। হাসির বয়স যখন সাত বছর, তখন তার পরিবার লন্ডনে পাড়ি জমায়। রোমিও-জুলিয়েটের পর হাসি কাজ করেন ১৯৭৪ সালে হরর সিনেমা ‘ব্ল্যাক ক্রিসমাস’ এ। এরপর তাকে পাওয়া গেছে ‘ডেথ অন দ্য নাইল’ সিনেমায়। এর মাঝে হাসি ফের নির্মাতা ফাঙ্কো জেফিরেল্লির সঙ্গে টিভি মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ মেরি চরিত্রে কাজ করেছেন। হাসি নব্বই দশকেও চুটিয়ে কাজ করেছেন। ওই সময়ে ‘সাইকো ৪: দ্য বিগিনিং’, ‘ইট’সহ আরো কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

এর পরবর্তী সময়ে হাসি বায়োগ্রাফিকাল ফিল্ম ‘মাদার টেরিজা’, থ্রিলার সিনেমা ‘এল গ্রিটো’ এবং কমেডি ঘরানার চলচ্চিত্র ‘টরটিলা হেভেন’ এ অভিনয় করেছেন।