ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বিদায়ী বছরে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী বছরের ৫৭৫ জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জানুয়ারিতে ১৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জন এবং ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি-২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৪ জনের।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন। এরপরে যথাক্রমে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, ডিসেম্বরে ৯ হাজার ৭৪৫ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে মার্চে-৩১১ জন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিদায়ী বছরে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী বছরের ৫৭৫ জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জানুয়ারিতে ১৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জন এবং ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি-২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৪ জনের।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন। এরপরে যথাক্রমে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, ডিসেম্বরে ৯ হাজার ৭৪৫ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে মার্চে-৩১১ জন।