প্রত্যাশা ডেস্ক : বিদায় নিলো ২০২২। নতুন বছর শুরু। বিদায়ী বছরে ঘটে গেছে নানা অঘটন। এর মধ্যে অন্যতম ছিল চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকা-, মতিঝিলে আওয়ালী লীগ নেতা টিপু খুন, আদালত চত্বর থেকে দুর্র্ধষ জঙ্গি ছিনতাইসহ নানা ঘটনা। সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এসব ঘটনার মধ্যে কয়েকটির রহস্যভেদ করা গেলেও অনেক বিষয়ে রহস্যজট খোলা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, নতুন বছরে হয়তো এসব প্রশ্নের উত্তর মিলবে।
বছরজুড়েই যুদ্ধ নানাভাবে ভুগিয়েছে, ভোগাচ্ছে এখনও; নতুন বছরকেও স্বাগত জানাচ্ছে মন্দার চোখ রাঙানিতে। এরমধ্যেই দেশের নানা ঘনঘটা ছাপিয়ে রাজনীতিও নজরে থাকার ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের ঠিক আগের এ বছরে।
বছর শেষ হলেও যুদ্ধ থামেনি; গোলাবারুদ আর বোমার পাল্টাপাল্টিতেই কেটে গেল ১০ মাস, সীমানা ছাড়িয়ে যা ভোগাচ্ছে ধনী-গরিব, কাছে দূরের সব দেশকেই। নতুন বছরেও যুদ্ধ বিদায় হবে কি না সেই অনিশ্চয়তাতেই স্বাগত জানাচ্ছে মন্দা। বছরের শুরুতে যখন প্রতিবেশী ইউক্রেইন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ করছিল তখনও এ উত্তেজনা যুদ্ধে গড়াবে; সেটি এক দশক বাদে আবার এক মন্দার মুখোমুখি ঠেলে দেবে বিশ্বকে তা কতটাইবা কল্পনা করা গিয়েছিল। হাজারো মাইল দূরের সেই যুদ্ধ নাড়িয়ে দিয়েছে বাংলাদেশকেও। বছরজুড়েই নানাভাবে তা ভুগিয়েছে, ভোগাচ্ছে এখনও। অর্থনীতি ও জীবনযাত্রার স্বাভাবিক গতিকে করে তুলেছে অস্থির।
মহামারির ধাক্কা কাটিয়ে অর্থনীতিতে ছন্দ আসার ঠিক আগের সময়টাতে সব কিছুই ওলটপালট হয়ে গেছে রাশিয়া-ইউক্রেইনের বারুদে ঠাসা যুদ্ধ দিনের কারণে। মাঠের যুদ্ধে না থাকলেও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমের ধনী দেশগুলো তাতে রসদই জুগিয়েছে। এতে কাছের ইউরোপ যেমন ভুগছে, তেমনি বাংলাদেশেও মূল্য চুকাচ্ছে উচ্চ মূল্যস্ফীতির জালে আটকে গিয়ে। বছরজুড়েই ভোগ্যপণ্যের চড়তে থাকা বাজারে গিয়ে খেই হারিয়েছে সীমিত আয়ের মানুষ। সুযোগ বুঝে তেল-চিনি বাজার থেকে উধাও করে মুনাফালোভীরা নিজেদের পুরনো চরিত্র নিয়েই হাজির হয়েছে। জনগণের এমন দুরবস্থাকেই সরকারের বিরুদ্ধে কাজে লাগাতে সংসদ নির্বাচনের বছর খানেক আগে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে বিএনপি; যা বছরের শেষ দিকে এসে রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। বছরজুড়ে ঘটনার নানা ঘনঘটা সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, গুজব ও গুঞ্জনেও জড়িয়েছে মানুষ, ঘটেছে প্রাণহানিও। এমন আশা নিরাশার দোলাচলের মধ্যেই নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে পদ্মা সেতু চালু হয়েছে। মেট্রোরেল যুগে ঢুকেছে দেশ, দিয়েছে নতুন অভিজ্ঞতা। এ দুই মেগাপ্রকল্প ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে বছরের মাঝে ও শেষে। সামনের বছরেও দুয়ার খোলার দারপ্রান্তে পৌঁছেছে আরও কয়েক বড় প্রকল্প। ব্যর্থতা ও অপ্রাপ্তির দিনগুলোকে পেছনে ফেলে সাফ চ্যাম্পিয়নশীপে মেয়েদের অর্জন আনন্দে ভাসিয়েছে দেশকে, আশা জাগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার।
রাশিয়া ২৪ ফ্রেব্রুয়ারি যখন ইউক্রেইন আক্রমণ করে বসে সেসময়ও মস্কোবাসী ভেবেছিল যুদ্ধ আর কতটা গড়াবে; রুশ সেনারা দ্রুতই কিয়েভের দখল নেবে, জেলেনস্কির সরকারকে হটাবে আর পুতিনের পছন্দের সরকার বসাবে। সেই থেকে ১০ মাস কেটে গেলেও তা আর হয়নি। অনেক জায়গাতেই বরং পিছু হটতে হচ্ছে রুশ বাহিনীকে, পুর্নদখল নিয়েছে ইউক্রেইন। এখনও অনেকগুলো ফ্রন্টে চলছে তুমুল লড়াই। এসময়কালে মস্কোবাসীকেও দিতে হচ্ছে চরম মূল্য। যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞায় জেরবার তাদের জীবনযাত্রা। মাঠের যুদ্ধ প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কয়েক দশক পরের বড় ধরনের এ যুদ্ধের মূল্য ইউরোপও চুকাচ্ছে ক্ষণে ক্ষণে।
যুদ্ধের ভয়বহতা টের পাওয়া যাচ্ছে মূল্যস্ফীতিতে। উচ্চ মূল্য ও পণ্যের সরবরাহ সংকটে যা ছড়িয়ে পড়ছে দেশে দেশে; এক দশক পর আরও এক মন্দার মুখে পড়েছে বিশ্ব।
করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার ওই সময়কালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো জোটে ইউক্রেইনের যোগ দেওয়া নিয়ে লেগে যাওয়া এ যুদ্ধ পুরো বিশ্বকেই এখন সংকটময় এক সময়ে এনে দাঁড় করিয়েছে, যা থেকে বাদ যায়নি বাংলাদেশও।
সুদূরের এ যুদ্ধে ভুগছে বাংলাদেশও; মহামারির ক্ষত কাটিয়ে অর্থনীতি গতি পাবার মুখে আবার শুরু হয়েছে রক্তক্ষরণ। তেঁতে ওঠা আন্তর্জাতিক বাজার থেকে আমদানির চড়া মূল্য দিতে গিয়ে ডলার বেরিয়ে গেছে কাড়িকাড়ি। এতে পণ্যের বাজার হয়ে পড়েছে বেসামাল। শুল্ক ও কর কমিয়েও তা সহনীয় করতে পারছে না সরকার। চিনি, তেল, আটাসহ বিভিন্ন পণ্য নিয়ে সময়ে সময়ে বাজারে তৈরি করা হয় ‘কৃত্রিম’ সংকট, যা দামের উল্লম্ফনকে আরও লাগাম ছাড়া করে তোলে।
ভবিষ্যতের বিপদ এড়াতে আগেভাগে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী: যুদ্ধের অশনির কথা তুলে ধরে সাশ্রয় ও কৃচ্ছ্বতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির এ ক্ষতি কাটিয়ে উঠতে দেশবাসীকে যেমন ভরসা দিচ্ছেন, তেমনি ‘দুর্ভিক্ষ’ দিন ফেরার শঙ্কাও প্রকাশ করেছেন। এরপরই আবার পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার নিশ্চয়তা দিয়ে নির্ভয় দিচ্ছেন। স্বাবলম্বী হয়ে আমদানিনর্ভরতা কমাতে প্রতি ইঞ্চি জমি আবাদে আনার অনুরোধও করছেন। যুদ্ধের আবহ বাড়ার মধ্যেই রিজার্ভ শূন্য শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার খবরও যেন ভয় ধরিয়েছে। এসময়কালে সরবরাহ ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক দেদারসে ডলার বিক্রি করতে থাকলে রিজার্ভেও টান পড়তে থাকে। পরিস্থিতি সামলাতে আরও গভীর সংকট এড়াতে ডলার সাশ্রয়ের পথে এগোয় সরকার।
জ্বালানির দাম বাড়ানো হয়। উচ্চ মূল্যে খোলাবাজার থেকে এলএনজি আমদানি বন্ধ করা হয়। ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন থামিয়ে ডলার বাঁচানোর চেষ্টা চলে। হারিয়ে যাওয়া লোড শেডিং ঘোষণা দিয়ে ফিরিয়ে আনা হয়। গ্যাস-বিদ্যুতের অভাবে বন্ধ হয় কারখানার চাকা, গ্রিড বিপর্যয়ের কারণে ব্ল্যাক আউটের ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয় দেশ। অথচ বছরের প্রথম প্রান্তিকেই দেশ ছুঁয়েছিল শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক।
বাজারের চিনি গেল কোথায়? যুদ্ধের কারণে বিশ্ব বাজারে উচ্চ মূল্যের প্রভাবে আটা, ভোজ্যতেল, চিনি থেকে শুরু করে চাল, মাছ-মাংস, শাক সবজি সবকিছুর দামই বাড়ে পাল্লা দিয়ে। যুদ্ধের সুযোগে তেল, ডিম ও চিনির সরবরাহ সংকট তৈরি করে দাম তোলা হয় আকাশে।
ডেঙ্গুর প্রকোপে আতঙ্ক: করোনাভাইরাস সংক্রমণের প্রায় তিন বছরের মধ্যে এ বছর ছিল মহামারীর ধাক্কা সামলে ওঠার সময়। তবে ডেঙ্গুতে মৃত্যু আতঙ্ক ছড়িয়েছে, ঢাকা বাইরেও প্রকোপ বাড়ে মশাবাহিত এ রোগে। পাশাপাশি ডায়রিয়ার প্রবণতাও ছিল।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এ বছর সংক্রমণ আস্তে আস্তে কমতে থাকে। ২০২২ সালের শেষ দিকে এসে দৈনিক সংক্রমণ ৫০ এর নিচে নেমেছে; মৃত্যুহীন দিনই কাটছে বেশি। তবে একেবারে নতুন আরেক উপধরন নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কা জাগাচ্ছে। কোভিডের বিস্তার কমে আসার মধ্যে স্বস্তি ফেলার আগেই হানা দেয় ডেঙ্গুর প্রকোপ। ২০১৯ সালের রেকর্ড রোগী ও মৃত্যুর তিন বছরের মাথায় এবার দ্রুত ছড়িয়ে পড়ে এইডিস মশাবাহিত এ রোগ।
বর্ষা পেরিয়ে বছরের শেষভাগে এসে মধ্য নভেম্বরে ৬৪ জেলার মধ্যে শুধু কুড়িগ্রাম ও গাইবান্ধা ছাড়া সব জেলাতেই হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু রোগী। নভেম্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। আর ডেঙ্গুতে এবারই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখেছে বাংলাদেশ। এবার সব মিলিয়ে অর্ধলক্ষাধিক ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২২০ ছাড়িয়েছে। চিকিৎসকরা বলছেন রোগের উপসর্গ ও ধরন পাল্টানোর কারণে দ্রুতই রোগীর শারীরিক অবনতির হঠাৎ মৃত্যু হয়, যা আতঙ্ক ছড়ায় সবার মধ্যেই। এ বছর দীর্ঘসময় জুড়ে তাপদাহের প্রভাব থাকায় মাঝসময়ে ডায়রিয়ার প্রকোপও বেড়েছিল বেশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ছিল প্রচুর। এপ্রিলে ঢাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব কমাতে পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে ডায়রিয়া ও কলেরার মুখে খাওয়ার টিকা খাওয়ানোর কর্মসূচি হাতে নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এক নৌকাডুবিতেই ৭১ জনের মৃত্যু: নদীর ওপারেই অল্প একটু দূরত্ব পাড়ি দিতে তারা নৌকায় উঠে পড়েছিলেন বেশি সংখ্যায়। সামান্য দূরে যেতেই তা কাত হয়ে ডুবে গেলে সলিল হয় সব বয়সী যাত্রীদের। ২৬ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের এ নৌকা ডুবিতে প্রাণ যায় ৭১ জনের, যা দেশজুড়ে শোকের আবহ তৈরি করে। নৌকাটিতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিলেন।
মর্মান্তিক আরেক দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকু-ে বিএম কন্টেইনার ডিপোতে। ভয়াবহ এক অগ্নিকা- ও বিস্ফোরণে ৫১ জনের প্রাণহানি ঘটে এবং আহত হয় দুই শতাধিক। ৪ জুন রাতের এ আগুন নেভাতে সময় লেগেছে ৮৬ ঘণ্টা। মর্মান্তিক আরেক দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকু-ে বিএম কন্টেইনার ডিপোতে। ভয়াবহ এক অগ্নিকা- ও বিস্ফোরণে ৫১ জনের প্রাণহানি ঘটে এবং আহত হয় দুই শতাধিক। ৪ জুন রাতের এ আগুন নেভাতে সময় লেগেছে ৮৬ ঘণ্টা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও যেতে হয়েছে দেশকে। জুনের ভয়াবহ বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটে ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাতে হয়। বন্যার পাশাপাশি এ বছর জুলাই-সেপ্টেম্বরে বজ্রপাতের প্রবণতা বাড়ায় প্রাণহানি, কয়েক দফা তাপপ্রবাহে দেশজুড়ে বিরূপ আবহাওয়া, উপকূলে সিত্রাংয়ের মত ঘূর্ণিঝড় আঘাত হানে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ২০ মার্চে সিটি গ্রুপের মালিকানাধীন একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির পর অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে।
অন্যান্য বছরের মত এবারও সড়কে প্রাণহানির ঘটনা ছিল বেশ। বিশেষ করে মোটরসাইকেলে দুর্ঘটনার খবর এসেছে একের পর এক। বেসরকারি এক সংস্থার জরিপ অনুযায়ী, জুন মাসেই দুই চাকার এ বাহনে ২০৪ আরোহীর প্রাণ যায় সড়কে। আগস্টে উত্তরায় গার্ডারের চাপায় ৫ জনের মৃত্যুরঘটনাও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ১৫ আগস্ট ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেইন নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে থেঁতলে যায় রাস্তায় থাকা একটি গাড়ি, ভেতরেই প্রাণ গেছে এক পরিবারের পাঁচজনের। এর আগে ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জনের মৃত্যু হয়।
৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাটের বাসিন্দা সুরেশ চন্দ্র সুশীল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। গত ৮ ফেব্রুয়ারি পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নয় ভাই-বোন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সমালুমঘাট বাজারের কাছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন ভোর পাঁচটা বাজে। এ সময় কক্সবাজারের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির এক টনের পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সহোদর চার ভাই অনুপম চন্দ্র সুশীল (৪৬), নিরুপম চন্দ্র সুশীল (৪০), দীপক চন্দ্র সুশীল (৩৫) ও চম্পক চন্দ্র সুশীল (৩০)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহোদর আরেক ভাই স্বরণ চন্দ্র সুশীল (২৪)। গুরুতর আহত হন আরেক ভাই রক্তিম চন্দ্র সুশীল ও বোন হীরা চন্দ্র সুশীল। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে গত ১১ ফেব্রুয়ারি রাতে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ এর গোয়েন্দারা পিকআপটির চালক শহীদুল ইসলাম ওরফে সাইফুলকে (২২) গ্রেপ্তার করে। অন্য দুর্ঘটনার মধ্যে ১৫ আগস্টে পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুনে ঘুমের মধ্যে ৬ হোটেল কর্মীর মৃত্যু হয়।
প্রকাশ্যে সড়কে গুলিতে আওয়ামী লীগ নেতা খুন, রিকশায় প্রাণ গেল ছাত্রীর : ঢাকার শাহজাহানপুরে সড়কে ভিড়ের মধ্যে মোটরসাইকেলে করে এসে সবার সামনে গুলি করে হত্যা করা হয় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে। ২৪ মার্চ রাত ১০টার দিকে এলোপাথাড়ি গুলিতে টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি নিহত হন। গুলিবিদ্ধ হন গাড়িচালক মুন্নাও। অনেকেই এ হত্যাকা-কে রাজনৈতিক দ্বন্দ্বের জের হিসেবে উল্লেখ করেন। নানামুখী আলোচনায় এ খুনের সঙ্গে দুবাইয়ে থাকা সন্ত্রাসীদের সংযোগের কথাও আছে। টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলির করা মামলায় চার-পাঁচ ধরে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বছর শেষে এসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যময় মৃত্যু বেশ নাড়া দেয়। ৪ নভেম্বর দুপুরে কোনাপাড়ার বাসা থেকে বেরিয়েছিলেন ফারদিন; বলে গিয়েছিলেন, পরদিন তার পরীক্ষা রয়েছে বলে রাতে বুয়েটের হলেই থাকবেন। এরপর আর বাসায় ফেরেননি, পরীক্ষাও দেননি। তিন দিন নিখোঁজ খাকার পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। প্রথমে হত্যাকা- এবং এরপর দুই তদন্তকারী সংস্থা ডিবি ও র্যাবের ভিন্ন ধরনের তথ্য দেয়। ২৪ বছর বয়সী এ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তুমুল আলোচনার মধ্যে দুই সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রথমে বিভ্রান্তি ছড়ায়। পরে তদন্তে ‘আত্মহত্যার’ উপসংহারে পৌঁছায় র্যাব ও ডিবি। ৪০ দিন পর ১৪ ডিসেম্বর দুই সংস্থাই বলেছে, নিখোঁজ হওয়ার দিন ভোররাতে ডেমরার সুলতানা কামাল সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফারদিন। ফারদিনের বাবা সাংবাদিক কাজী নূরউদ্দিন রানা অবশ্য মানতের রাজি নন।
বছরের মাঝামাঝিতে ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্কুলমাঠে আশরাফুল ইসলাম জিতু নামে এক শিক্ষার্থী ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। শিক্ষার্থীর হাতে শিক্ষকের মৃত্যুর এ ঘটনা নাড়া দেয় অনেককেই।
২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আহমেদ মাহী বুলবুল (৩৮) নামে এক দন্ত চিকিৎসককে ছুরি মেরে হত্যার ঘটনাও আলোচনা তৈরি করে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যে সেদিন বুলবুলের উপর হামলা হয়েছিল বলে জানায় পুলিশ। মগবাজারের ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি ঠিকাদারিতে যুক্ত ছিলেন।
পদ্মা সেতু খুললো, মেট্রোরেল চললো: বিশ্ব ব্যাংকের সরে যাওয়ার এক দশক পর এ বছরের মাঝামাঝিতে চালু হয় নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু। ২৫ জুন সেতু উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে দেশজুড়ে ছিল উৎসবের আমেজ। আর বছরের শেষ প্রান্তে ২৮ ডিসেম্বর ঢাকাবাসীর স্বপ্নের দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা যানজটের নগরীতে যাত্রী পরিবহন শুরু করে। ঢাকাতে আরেক মেগাপ্রকল্প বিআরটি, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে দেশের প্রথম টানেল, কক্সবাজারে রেল সংযোগের কাজও শেষের পথে; যা উন্নয়নের অগ্রযাত্রায় নতুন মাত্রা উন্মোচন করবে বলে আশায় সরকার।
ডলারের সেঞ্চুরি: বছরের শেষ দিকে এসে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রভাবসহ নানা কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতি নি¤œমুখী হলেও তা এখনও সহনীয় নয়। বিশ্ববাজারে উচ্চমূল্যে আমদানি ব্যয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এরমধ্যে সরবরাহ সংকটে ডলারের দাম বাড়তে থাকে বছরের শুরু থেকেই। একটু একটু করে তা বেড়ে এক পর্যায়ে সেঞ্চুরি ছাড়িয়ে যায়। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে টাকার মান কমে প্রতি ডলারের বিনিময় হার ব্যাংকেই ১১০ টাকা ছাড়িয়ে যায়; খোলাবাজারে ওঠে ১২১ টাকা। ডলারের চাহিদা সামলাতে শুধু জুলাই থেকে গত ১ ডিসেম্বর পর্যন্ত ৬০৯ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে করে ৪৬ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে শুরু করা ২০২২ সালের শেষ মাসের মাঝামাঝিতে তা ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ঋণ নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থানরত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে। রেকর্ড বাণিজ্য ঘাটতির দায় মেটাতে বিশ্বজুড়ে মন্দার পদধ্বনির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাড়ে ৪ বিলিয়ন এবং বিশ্ব ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চায় বাংলাদেশ। দীর্ঘ আলোচনা শেষে আইএমএফের সঙ্গে ঋণ চুক্তির প্রাথমিক সমঝোতায় পৌঁছে বাংলাদেশ। ঋণ পেতে আর্থিক খাতের সংস্কারও শুরু করে সরকার।
ঢাকায় বিএনপির সমাবেশের উত্তাপ রাজনীতিতে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার বছর পার হলেও রাজনীতির মাঠ ছিল অনেকটাই উত্তাপহীন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির তেমন কোনো পাল্টাপাটি কর্মসূচি ছিল না। বছরের শেষে আওয়ামী লীগ কাউন্সিল ও সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিএনপি কাউন্সিল না করলেও নির্দলীয় সরকারের আন্দোলনকে সামনে এগোতে বিভাগীয় সমাবেশে সফলতার সঙ্গে শেষ করে। জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীলণ বিরোধ সামলাতে ছিল ব্যস্ত ছিল। ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপি আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এরমধ্যে কোভিড মহামারী স্বাভাবিক রাজনৈতিক তৎপরতায়ও ছেদ ঘটায়। তবে দীর্ঘদিনের ব্যর্থতা ঝেড়ে পরবর্তী নির্বাচনের এক বছর আগে আন্দোলন শুরু করে বিএনপি। বছরের শেষ প্রান্তিকের বিভাগীয় সমাবেশগুলো ভরে ওঠে নেতাকর্মীতে।
এরমধ্যে ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করার সূচি দিয়ে সেখানে সরকার পতনের ঘোষণা দেবে বিএনপি- এমন কথা ডালপালা ছড়ায়। সরকারও তা পাল্টা মোকাবিলার কথা বললে সাধারণের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠে ১০ ডিসেম্বর। এ নিয়ে কথার খেলায় এ সমাবেশকে ঘিরে উত্তাপ মাঠে গড়ায়। সমাবেশের স্থান বাছাই নিয়ে চলা নাটকীয়তার মধ্যে বিএনপির কর্মীরা সংঘর্ষে জড়ায় পুলিশের সঙ্গে; মৃত্যুও হয় একজনের।
পরে বিএনপি অফিসে পুলিশ অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করে; একে একে গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যদের। নানা শঙ্কার মধ্যেই অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোলাপবাগে সমাবেশ করে বিএনপি। এ সমাবেশ থেকে ১০ দফা দাবিও তুলে ধরা হয় এবং ঘোষণা আসে সংসদে থাকবে না দলটির সাতজন সংসদ সদস্য। উত্তেজনার যে পারদ চড়েছিল ১০ ডিসেম্বর ঘিরে তাতে নেমে যাওয়ায় হাঁফ থেকে মুক্তি মেলে সবার।
রাজনীতির ডামাডোলের মধ্যে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক পুনর্র্নিবাচিত করেন দলের কাউন্সিলররা। এদিকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। দুই দলের রাজপথে আন্দোলনের পাল্টাপাল্টি ‘খেলা’ চললেও ঘর গোছাতেই বছর পার হয়েছে জাতীয় পার্টির। এইচ এম এরশাদের মৃত্যুর পর দলের কর্তৃত্ব নিয়ে রওশন এরশাদের সঙ্গে দেবর জি এম কাদেরের দ্বন্দ্ব প্রকট ছিল অনেকটা সময়জুড়েই।
এসবের মধ্যে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়। এ কমিশনের অধীনেই ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়ে কাজও শুরু করে ইসি। এদিকে এ কমিশনকে প্রত্যাখান করে ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচন বর্জন অব্যাহত রাখে। ইভিএম নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ভোটে স্বচ্ছতা আনতে সব ধরনের নির্বাচনে ইভিএম এবং সিটি, পৌর সাধারণ নির্বাচন ও সংসদীয় আসনের উপ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইসি। এমন পরিস্থিতিতে ১২ অক্টোবর গাইবান্ধা ৫ উপ নির্বাচনে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় পুরো আসনের ভোট বন্ধ করে দেয় কমিশন। সেই সঙ্গে তদন্ত কমিটিও করা হয়। ইসির ইতিহাসে নজিরবিহীন এ সিদ্ধান্তে বেশ প্রতিক্রিয়াও হয়। অবশেষে গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনের পুনঃ ভোটের তারিখ নির্ধারণ করা হয় ৪ জানুয়ারি।
বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষক হেনস্তা: ক্লাসে পড়ানোর সময় ধর্ম নিয়ে এক প্রশ্নের সূত্র ধরে ২২ মার্চ মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র ম-লকে কথিত ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভের মুখে আটক করা হয়। বিজ্ঞান নিয়ে ক্লাসে আলোচনা করছিলেন হৃদয় চন্দ্র ম-ল। এক ছাত্রের ধর্ম নিয়ে করা প্রশ্ন মোবাইলে রেকর্ড করে এবং তা ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে হৃদয় ম-লের বিরুদ্ধে আন্দোলনে নামে স্থানীয়রা। ঘটনার পরম্পরায় গ্রেপ্তার করা হয় তাকে, যা নানামুখী আলোচনার জন্ম দেয়। শিক্ষাবিদ, অধিকারকর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এর প্রতিবাদে সরব হয়। দেশজুড়ে প্রতিক্রিয়ার মধ্যে ১০ এপ্রিলে জামিনের পর কারাগার থেকে মুক্তি পান তিনি। আরেক ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার ঘটনা ঘটে ১৭ জুন। কলেজের ছাত্র ও স্থানীয়রা গলায় জুতার মালা পরিয়ে দেয় এ শিক্ষককে। পরে গ্রেপ্তার করা হয় স্বপনকে। দেশব্যাপী আলোড়ন তোলা এ ঘটনায় নিয়ে সমালোচনার মধ্যে হেনস্তা করার পেছনে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের’ যোগসূত্র পায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নরসিংদী রেলস্টেশনে ১৮ মে এক তরুণীর পোশাক নিয়ে আপত্তি তুলে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে মামলা হয় ও আদালতে গড়ায়।
মজুরি নিয়ে চা শ্রমিকদের আন্দোলন: দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ অগাস্ট থেকে প্রথমে দুই ঘণ্টার কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ অগাস্ট অনির্দিষ্টকালের ধর্মঘটে সিলেট ভ্যালির ২৩টি, হবিগঞ্জের ২৪টি এবং মৌলভীবাজারের ৯২টি বাগানসহ মোট ২৪১টি চা বাগানের শ্রমিকরা অংশ নেন।
টানা ধর্মঘটের মধ্যে ২৭ অগাস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফেরেন।
সাবিনাদের সাফ জয়: স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডু থেকে ফেরার পর ছাদখোলা বাসে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। নারী ফুটবলারদের এই অর্জনে দেশের নানা প্রান্তে হয়েছে আনন্দ উৎসবের আয়োজন। শিরোপা জয়ের পর বেশ কয়েকজন ফুটবলারের বঞ্চনার জীবন সামনে চলে আসে। রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা-রূপনার সাফল্যে কাউখালী উপজেলার একটি অংশে সড়ক আর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও সাফজয়ী মেয়েদের পরিবারের পাশে দাঁড়ায়। সাফ শিরোপাজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; খেলোয়াড়দের প্রত্যেকের হাতে তুলে দেন ৫ লাখ টাকার চেক।
টাকার জন্য বন্ধুকে হত্যা: গত ৪ জানুয়ারি রাজধানীর দারুসসালাম থানা এলাকার জহুরাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নুরুল আমিনের লাশ উদ্ধার হয়। তিনি বাঙলা কলেজ থেকে এম এ পাস করেছিলেন। তার বিদেশে চলে যাওয়ার কথা ছিল। টাকার জন্য তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে তার তিন বন্ধু আরিফুল ইসলাম, ইমরান হোসেন ও ইয়ামিন মোল্যা। তারা নুরুল আমিনের মুক্তিপণ হিসাবে এক কোটি টাকা দাবি করেছিল। টাকা না পেয়ে গত ২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে শ্বাসরোধে হত্যা করে।
আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু হত্যা: ১৬ আগস্ট রাত পৌনে ৮টায় ঢাকার যাত্রাবাড়ির স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফ হাবুকে শহীদ ফারুক রোডের নিরালা হার্ডওয়্যারের সামনে শত শত মানুষের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একাধিক বার ছুরিকাঘাত করে হাবুর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হত্যাকারীরা। ৩১ আগস্ট ঢাকার শাহবাগ থানাধীন শিক্ষা ভবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হাবু হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ যাত্রাবাড়ি থানা যুবদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে। রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জেরে হাবুকে হত্যা করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর-রশীদ।
যুবলীগ কর্মী আলামিন হত্যা: ১৭ আগস্ট বনানীর কড়াইল বস্তির আধিপত্য বিস্তারের জেরে কুপিয়ে হত্যা করা হয় আলামিনকে। এ ঘটনার ৮ দিন পর হত্যাকা-ে জড়িত পাঁচজন গ্রেপ্তার হয়।
জিনের বাদশা হত্যা: গত ২৯ জুলাই রাত সোয়া ৮টার দিকে ঢাকার সদরঘাটের এমভি গ্রীন লাইন-৩ লঞ্চের তৃতীয় তলার মাষ্টার কেবিনের খাটের নিচ থেকে জিনের বাদশা খ্যাত বাচ্চুর জবাই করা লাশ উদ্ধার হয়। গত ২ আগস্ট ঢাকা জেলার সাভারের নবীনগর থেকে গ্রেপ্তার করা হয় নিহতের দ্বিতীয় স্ত্রী মোছা. আরজু আক্তারকে (২৩)। দুই স্ত্রী থাকার পরও স্বামীর পরকীয়ার সম্পর্ক থাকার প্রতিশোধ হিসাবে ঢাকা থেকে লঞ্চে ভোলায় যাওয়ার কথা বলে ক্যাবিনে যাওয়ার সময় বাচ্চুকে হত্যা করে আরজু। হত্যার আগে বাচ্চুকে দুধের সঙ্গে ৫টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অচেতন করে নিয়েছিল।
চিত্রনায়িকা শিমু হত্যা: ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকার রাস্তার পাশের একটি ঝোপের ভেতর থেকে রাইমা ইসলাম শিমুর (৪১) বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। গ্রেপ্তারের পর নিহতের স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও নোবেলের বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ (৪৭) আদালতে হত্যার দায় স্বীকার করেন। তৎকালীন ঢাকা জেলার পুলিশ সুপার (বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি) মারুফ হোসেন সরদার জানান, দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধে হত্যা করা হয় শিমুকে। লাশ প্লাস্টিকের বস্তায় ভরে খাটের নিচে রেখেছিল। রাতে পাজেরো গাড়িতে করে সেখানে ফেলা দেয় গ্রেপ্তারকৃতরা। পাজেরো গাড়িটি জব্দ করেছে পুলিশ।
প্রকাশ্যে হত্যার পর ইউপি মেম্বারের পা কেটে উল্লাস: ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মেম্বার মামুন হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে। হত্যার পর মামুনের বাম পা কেটে নিয়ে উল্লাস করে খুনিরা। পরবর্তীতে সেই পা ফেলে দেয় পাশের ডোবায়। আলোচিত সেই হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গত ১ নভেম্বর গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে নিহত মামুন ধর্ষণ মামলা করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান হত্যাকা-টি সংঘটিত করায়।
নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে দুজন নিহত: ইফতার সামগ্রী বিক্রির চেয়ার বসানোর সূত্রধরে ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেটে দুই কর্মচারীর মধ্যে ঝগড়া হয়। এক কর্মচারী ঢাকা কলেজের ছাত্রদের বিষয়টি জানালে ১৯ এপ্রিল বিকেল এ নিয়ে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। সংঘর্ষে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দায়েরকৃত পৃথক ২টি মামলায় আসামি করা হয় ৯ জনকে। ডিবি পুলিশ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ৫ ছাত্রকে গ্রেপ্তার করে।
জঙ্গিবাদে উদ্ধুদ্ধ নিখোঁজ ৩৪ গ্রেপ্তার: জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয়ে নিখোঁজ শতাধিকের মধ্যে ৩৪ জন গ্রেপ্তার হয়। গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা হতে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয়ে ৮ তরুণ নিখোঁজ হন। পরে সম্মিলিত তদন্তে নিখোঁজের সংখ্যা শতাধিক বলে বেরিয়ে আসে। এর মধ্যে ৫৫ জনকে শনাক্ত করা হয়। তারা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিখোঁজ তরুণদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে তারা বড় ধরনের কোনো নাশকতা চালাতে পারেনি।
আদালত এলাকা থেকে দুই জঙ্গি ছিনতাই: ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার সিএমএম আদালত থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই জঙ্গি মো. মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে শাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৩) নেয় তাদের সহযোগীরা। তারা ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলার জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। তাদের ধরিয়ে দিতে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। সারা দেশে রেড এলার্ট জারি রয়েছে। দুই জঙ্গির ছবিসহ দেশের প্রতিটি স্থল সীমান্ত পয়েন্টে ও বিমানবন্দরে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। বাড়ানো হয়েছে আদালত ও কারাগারের নিরাপত্তা। ছিনতাইকালে জঙ্গিরা পুলিশের চোখে মুখে পিপার স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ফেলেছিল। গত ২৪ ডিসেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি।
অনলাইন জুয়া: বিভিন্ন গেমসের আড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের বিষয়টি ছিল ব্যাপক আলোচিত। উল্কা গেমস লিমিটেড নামের এমনই একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ ছয় জন র্যাবের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতরা হুন্ডিসহ নানা মাধ্যমে দুইশ কোটি টাকা পাচার করেছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, ২০১৯ সাল থেকে অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। গত ৩০ অক্টোবর ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তারাই প্রকাশ করে অর্থ পাচারের এমন তথ্য। এছাড়া অনলাইনে লুডু থেকে শুরু করে নানাভাবে জুয়া চলছে বলে জানান তিনি। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিটিআরসি কাজ করছে।
কিশোর গ্যাংয়ের তা-ব: বিদায়ী বছরের ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর পল্লবী কাঁচা বাজারের পেঁয়াজ পট্টিতে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হকিস্টিক, লোহার রড, ছুরি দিয়ে হত্যা করা হয় জাহিদ হাসান (২৫) নামের এক তরুণকে। এমন ঘটনায় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে এমন ঘটনা দেখে লোকজন হতবাক। মুহূর্তেই আতঙ্কে পুরো কাঁচা বাজার বন্ধ হয়ে যায়। ঘটনাটি সামাাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার ৪ দিন পর র্যাব চার জনকে গ্রেপ্তার করে। মাদক ও আধিপত্য বিস্তারের জেরে জাহিদকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানায় র্যাব। গ্রেপ্তারকৃতরা ও নিহত জাহিদ সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
টিপকা-: ২ এপ্রিল সকালে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে টিপ পরায় এক পুলিশ সদস্য কর্তৃক হেনস্তার শিকার হন বেসরকারি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ডক্টর লতা সমাদ্দার। ঘটনার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান। এ ঘটনা সারাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
বিদায়ী বছরের আলোচিত যত ঘটনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ