বিনোদন ডেস্ক : বলিউডের নামজাদা প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দ্বৈরথ কারও অজানা নয়। তাদের কারণে কার্যত দুভাগে ভাগ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি। নানা ইস্যুতে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি তারা। করণের টেলিভিশন শো থেকে শুরু হয়েছিল তাদের এই ঠান্ডা যুদ্ধ। এরপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকাকে।
দীর্ঘ বিরতির পর আবার একই মঞ্চে হাজির হতে চলেছেন কঙ্গনা ও করণ। আগামী ৮ নভেম্বর দিল্লিতে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করা হবে দুই তারকাকে। সেই উপলক্ষেই একসঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন করণ ও কঙ্গনা। এছাড়া একই মঞ্চে ‘পদ্মশ্রী’ সম্মান গ্রহণ করবেন প্রযোজক একতা কাপুরও।
প্রসঙ্গত, ‘কফি উইথ করণ’ শোয়ে নিজের ছবি ‘রেঙ্গুন’-এর প্রচারে হাজির হয়েছিলেন কঙ্গনা। সঙ্গে ছিলেন শাহিদ কাপুর। সেখানে কথায় কথায় কঙ্গনা বলে বসেন, যদি কখনও তার বায়োপিক তৈরি হয়, তাহলে সেই ছবিতে করণের জন্য একটা রোল পাকা।
অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির বড় একজন প্রযোজকের চরিত্রে দেখা যাবে তাকে, ‘মুভি মাফিয়া’ কিংবা ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ কোনো চরিত্রে। কঙ্গনার এই কথায় সে সময় অবাক হয়ে যান করণ ও শাহিদ। সেই মুহূর্তে তারা বিষয়টি হেসে উড়িয়ে দিলেও কঙ্গনার এই মন্তব্য মোটেই মানতে পারেননি করণ।
সেই থেকে শুরু। এরপর থেকে প্রায়ই নানা বিষয়ে একে অপরকে কটাক্ষ করতে পিছপা হননি তারা। তবে করণের পদ্মশ্রী পাওয়ার খবর শুনে সম্প্রতি তাকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।
বিতর্কের মাঝেই একমঞ্চে করণ-কঙ্গনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ