ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল

  • আপডেট সময় : ০২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে দেওয়া বিতর্কিত এক বক্তব্য ভাইরাল হওয়ার পর বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন স্থানে। হয়েছে মামলাও। এই অবস্থার মধ্যে নিজের সেই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলাল। সেখান থেকে নিজের সমালোচিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তিনি।
গতকাল মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।
দেশবাসীর উদ্দেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই।’ আলাল আরও বলেন, ‘তাই বলছি আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।
সম্প্রতি এক অনুষ্ঠানে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নিজের সেই অশালীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান এই তরুণ রাজনীতিক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল

আপডেট সময় : ০২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে দেওয়া বিতর্কিত এক বক্তব্য ভাইরাল হওয়ার পর বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন স্থানে। হয়েছে মামলাও। এই অবস্থার মধ্যে নিজের সেই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলাল। সেখান থেকে নিজের সমালোচিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তিনি।
গতকাল মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।
দেশবাসীর উদ্দেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই।’ আলাল আরও বলেন, ‘তাই বলছি আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।
সম্প্রতি এক অনুষ্ঠানে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নিজের সেই অশালীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান এই তরুণ রাজনীতিক।