বারী সুমন : বিজয়- ঘাসের উপর সকাল বেলার শিশির
বিজয়- বাংলা মায়ের দামাল ছেলের হাসির
বিজয়- ভাইয়ের জন্য বোনের গাঁথা মালা
বিজয়- ভাইয়ে ভাইয়ে হাসি খুশির খেলা।
বিজয়- লাল পদ্মে শাপলা ভরা বিল
বিজয়- পাখ-পাখালির কূজন ভরা ঝিল
বিজয়- গাছের পাতায় নতুন নতুন কুঁড়ি
বিজয়- বোনের জন্য ভাইয়ের কেনা চুড়ি।
বিজয়- লাল ফিতেয় খোঁপা করা চুল
বিজয়- সবুজ বনে লাল পলাশ ফুল
বিজয়- মায়ের আদর বাবার ভালোবাসা
বিজয়- নতুন দিনের বেঁচে থাকার আশা।