মহিউদ্দিন বিন জুবায়েদ :
বিজয় পতাকাটা ওড়ে
বাসার ছাদে কিবা দূরে
সবার মুখে হাসি..
গানে গানে বলে, ভালোবাসি।
বিজয় পতাকাটা লালে
সবুজ খাচাটারই জালে
যেন শিল্পীর ছবি..
শীতের ভোরে, বিজয় দিনের রবি।
বিজয় পতাকাটা বুকে
দেশ পেয়েছি, শত্রু রুখে
ডিসেম্বরে ঠিকই..
কী আনন্দ! আলোর ঝিকিমিকি।