ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বিজয়ের ১৪৯, বল হাতে তাসকিনের ‘সেঞ্চুরি’

  • আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: প্রথম দিন বিকেএসপিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে যেন সর্বনাশ ডেকে এনেছিলেন মোহামেডান অধিানয়ক তামিম ইকবাল। এক ঝাঁক তরুণে গড়া নবাগত গুলশান ক্রিকেট ক্লাব মোহামেডানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে ২৯৮ রানের বড়সড় স্কোর গড়ে বসেছিল। সেই রানের পিছুৃ ধেয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে ১০৭ রানের বিরাট পরাজয়ের স্বাদ নিয়েছিল মোহামেডান। সেই বিকেএসপিতে (৪ নম্বর মাঠে) আজ মঙ্গলবার আবারও টস জিতে প্রতিপক্ষ গাজী গ্রুপকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মোহামেডান অধিনায়ক। আর চৈত্র্যের প্রথম দিকের খরতাপ আর শুকনো এবং ব্যাটিং সহায় পিচে আগে চাপমুক্ত পরিবেশে রান উৎসবে মেতে ওঠে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ।

অধিনায়ক বিজয়ের বিগ হান্ড্রেড (১৪৯*) আর ওপেনার সাদেকুর (৬০) ও তোফায়েলের (২৯ বলে ৬২) জোড়া ফিফটিতে গাজী গ্রুপ ৩৩৬ রানের বড় পুঁজি করে বসে। ৩৩৭ রানের কঠিন চ্যালেঞ্জ নিতে গিয়ে চরম ব্যর্থ মোহামেডান ব্যাটাররা। ৬৫ রানের বড় পরাজয়ে মাঠ ছেড়েছে সাদাকালোরা। এত বড় রান তাড়া করে জিততে দুটি কাজ সবার আগে দরকার ছিল। দুর্দান্ত শুরু এবং বড় জুটি তথা একাধিক লম্বা ইনিংস। তার কোনটাই পারেননি মোহামেডান ব্যাটাররা। শুরুতে অধিনায়ক তামিম ইকবালই শুধু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। এবারের লিগে পর পর দুটি ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেওয়া মোহামেডান ক্যাপ্টেন বেশি দূর অবশ্য যেতে পারেননি। ৩৪ বলে ৪৮ রানে (৩ ছক্কা ও ৫ বাউন্ডারি) গাজী গ্রপ বাঁহাতি স্পিনার আবুল হাসিমের বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়ান তামিম।

এর বাইরে মোহামেডানের আর দুইজন মাত্র রান করেছেন। একজন ওপেনার রনি তালুকদার (৯০ বলে ৭৪), অপরজন মুশফিকুর রহিম (৪৬ বলে ৪৯)। কিন্তু দুজনই ওভারপিছু লক্ষমাত্রার চেয়ে স্লথ থাকায় সেই ইনিংস দুটি কোনো কাজে আসেনি। গাজী গ্রুপ অধিনায়ক এনামুল হক বিজয়ের ১৪৩ বলে ১৪৯ রানের বড় ইনিংসের সাথে শেষ দিকে তোফায়েলের ২৯ বলে ৬২ রানের ঝোড়ো ক্যামিওর জবাব দিতে ব্যর্থ মোহামেডান অলআউট হয়েছে ২৭১ রানে।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ: ৫০ ওভারে ৩৩৬/৫ (সাদেকুর ৬০, এনামুল হক বিজয় ১৪৯*, শোভন মোরল ১০, শামসুর রহমান শুভ ৩২, তোফায়েল ৬২; তাসকিন আহমেদ ৩/১০৭, নাসুম আহমেদ ১/৪১, তাইজুল ইসলাম ০/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৭৭, মেহেদী হাসান মিরাজ ০/৬৬)।
মোহামেডান: ৪৮.১ ওভারে ২৭১/১০ (রনি তালুকদার ৭৪, তামিম ইকবাল ৪৮, মাহিদুল ইসলাম অঙ্কন ৩, তাওহিদ হৃদয় ৩৬, মুশফিকুর রহিম ৪৯ আরিফুল হক ১৮, মোহাম্মদ সাইফউদ্দিন ১২, নাসুম আহমেদ ১৮; আব্দুল গাফফার সাকলাইন ৪/৫৯. আবুল হাশিম ২/৩৬)।
ফল: গাজী গ্রুপ ৬৫ রানে জয়ী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিজয়ের ১৪৯, বল হাতে তাসকিনের ‘সেঞ্চুরি’

আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: প্রথম দিন বিকেএসপিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে যেন সর্বনাশ ডেকে এনেছিলেন মোহামেডান অধিানয়ক তামিম ইকবাল। এক ঝাঁক তরুণে গড়া নবাগত গুলশান ক্রিকেট ক্লাব মোহামেডানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে ২৯৮ রানের বড়সড় স্কোর গড়ে বসেছিল। সেই রানের পিছুৃ ধেয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে ১০৭ রানের বিরাট পরাজয়ের স্বাদ নিয়েছিল মোহামেডান। সেই বিকেএসপিতে (৪ নম্বর মাঠে) আজ মঙ্গলবার আবারও টস জিতে প্রতিপক্ষ গাজী গ্রুপকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মোহামেডান অধিনায়ক। আর চৈত্র্যের প্রথম দিকের খরতাপ আর শুকনো এবং ব্যাটিং সহায় পিচে আগে চাপমুক্ত পরিবেশে রান উৎসবে মেতে ওঠে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ।

অধিনায়ক বিজয়ের বিগ হান্ড্রেড (১৪৯*) আর ওপেনার সাদেকুর (৬০) ও তোফায়েলের (২৯ বলে ৬২) জোড়া ফিফটিতে গাজী গ্রুপ ৩৩৬ রানের বড় পুঁজি করে বসে। ৩৩৭ রানের কঠিন চ্যালেঞ্জ নিতে গিয়ে চরম ব্যর্থ মোহামেডান ব্যাটাররা। ৬৫ রানের বড় পরাজয়ে মাঠ ছেড়েছে সাদাকালোরা। এত বড় রান তাড়া করে জিততে দুটি কাজ সবার আগে দরকার ছিল। দুর্দান্ত শুরু এবং বড় জুটি তথা একাধিক লম্বা ইনিংস। তার কোনটাই পারেননি মোহামেডান ব্যাটাররা। শুরুতে অধিনায়ক তামিম ইকবালই শুধু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। এবারের লিগে পর পর দুটি ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেওয়া মোহামেডান ক্যাপ্টেন বেশি দূর অবশ্য যেতে পারেননি। ৩৪ বলে ৪৮ রানে (৩ ছক্কা ও ৫ বাউন্ডারি) গাজী গ্রপ বাঁহাতি স্পিনার আবুল হাসিমের বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়ান তামিম।

এর বাইরে মোহামেডানের আর দুইজন মাত্র রান করেছেন। একজন ওপেনার রনি তালুকদার (৯০ বলে ৭৪), অপরজন মুশফিকুর রহিম (৪৬ বলে ৪৯)। কিন্তু দুজনই ওভারপিছু লক্ষমাত্রার চেয়ে স্লথ থাকায় সেই ইনিংস দুটি কোনো কাজে আসেনি। গাজী গ্রুপ অধিনায়ক এনামুল হক বিজয়ের ১৪৩ বলে ১৪৯ রানের বড় ইনিংসের সাথে শেষ দিকে তোফায়েলের ২৯ বলে ৬২ রানের ঝোড়ো ক্যামিওর জবাব দিতে ব্যর্থ মোহামেডান অলআউট হয়েছে ২৭১ রানে।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ: ৫০ ওভারে ৩৩৬/৫ (সাদেকুর ৬০, এনামুল হক বিজয় ১৪৯*, শোভন মোরল ১০, শামসুর রহমান শুভ ৩২, তোফায়েল ৬২; তাসকিন আহমেদ ৩/১০৭, নাসুম আহমেদ ১/৪১, তাইজুল ইসলাম ০/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৭৭, মেহেদী হাসান মিরাজ ০/৬৬)।
মোহামেডান: ৪৮.১ ওভারে ২৭১/১০ (রনি তালুকদার ৭৪, তামিম ইকবাল ৪৮, মাহিদুল ইসলাম অঙ্কন ৩, তাওহিদ হৃদয় ৩৬, মুশফিকুর রহিম ৪৯ আরিফুল হক ১৮, মোহাম্মদ সাইফউদ্দিন ১২, নাসুম আহমেদ ১৮; আব্দুল গাফফার সাকলাইন ৪/৫৯. আবুল হাশিম ২/৩৬)।
ফল: গাজী গ্রুপ ৬৫ রানে জয়ী।