ফেরদৌসী খানম রীনা ঃ সবুজের বুকে লাল একটি পতাকা
বিজয়ের নিশান,
প্রতিটি বাঙালির ঘরে ঘরে উড়ে
জানায় সবে সন্মান।
স্বাধীন দেশে বাঙালির মুখে
বিজয়ের গান,
জীবন দিয়ে রাখলো যোদ্ধারা
নিজ দেশের মান।
নয় মাস যুদ্ধ শেষে বাংলার হলো
বিজয় রচিত,
মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে
বাঙালি গর্বিত।
বাংলার আকাশে বাতাসে আজ
বিজয় ধ্বনি,
আমরা মুক্ত, আমরা স্বাধীন সেই
বিজয়ের কথা শুনি।
বাংলার সকল মানুষ উড়ায়
বিজয়ের পতাকা,
স্বাধীন দেশে বাস আর হৃদয়ে
একটা ছবি আঁকা।