ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বিজেপি এমপির গাড়িতে বোমা হামলা

  • আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি এমপি জগন্নাথ সরকারের গাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। কল্যাণী থেকে রানাঘাট ফিরছিলেন জগন্নাথ সরকার। মোহনপুর ফাঁড়ির কাছে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় তৃণমূল জড়িত বলে অভিযোগ করেছেন জগন্নাথ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ মার্চ) কল্যাণী থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন জগন্নাথ। হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে পৌঁছালে জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে একটি বোমা ফাটে।
বিজেপির এমপি জগন্নাথ সরকার বলেন, তৃণমূলের সন্ত্রাসীরাই আমার গাড়িতে হামলা চালিয়েছে। এর আগেও আমার ওপর হামলা হয়েছে। এবারও তাই হলো। ওরা বিরোধীদের বাঁচতে দিতে চায় না।
অন্যকে বিজেপি এমপির এ অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, জগন্নাথ যে ওই পথ দিয়ে যাবেন, সে খবর তিনি তৃণমূলকে জানিয়ে রেখেছিলেন?
তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, জগন্নাথবাবু অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সাজিয়েছেন। এরপর থেকে চিত্রনাট্য আরও ভালো করার দিকে মন দিতে বলবো।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই বিরোধী দলের এমপির গাড়িতে হামলা হয়। আমরা গোটা ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাচ্ছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

বিজেপি এমপির গাড়িতে বোমা হামলা

আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি এমপি জগন্নাথ সরকারের গাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। কল্যাণী থেকে রানাঘাট ফিরছিলেন জগন্নাথ সরকার। মোহনপুর ফাঁড়ির কাছে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় তৃণমূল জড়িত বলে অভিযোগ করেছেন জগন্নাথ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ মার্চ) কল্যাণী থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন জগন্নাথ। হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে পৌঁছালে জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে একটি বোমা ফাটে।
বিজেপির এমপি জগন্নাথ সরকার বলেন, তৃণমূলের সন্ত্রাসীরাই আমার গাড়িতে হামলা চালিয়েছে। এর আগেও আমার ওপর হামলা হয়েছে। এবারও তাই হলো। ওরা বিরোধীদের বাঁচতে দিতে চায় না।
অন্যকে বিজেপি এমপির এ অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, জগন্নাথ যে ওই পথ দিয়ে যাবেন, সে খবর তিনি তৃণমূলকে জানিয়ে রেখেছিলেন?
তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, জগন্নাথবাবু অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সাজিয়েছেন। এরপর থেকে চিত্রনাট্য আরও ভালো করার দিকে মন দিতে বলবো।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই বিরোধী দলের এমপির গাড়িতে হামলা হয়। আমরা গোটা ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাচ্ছি।