কে ক্র্যাফটের বিজয় দিবস ও শীতের পোশাক: একই সঙ্গে শীত ও বিজয় দিবসের কথা মাথায় রেখে কিছুটা ভারী ও উষ্ণ পোশাকের পসরা সাজিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই প্রতিষ্ঠান।
বিজয় দিবসের পোশাক: বিজয়ের ভাবনায় লাল-সবুজের পোশাক ছাড়াও নানান রকম স্যুভেনির ও উপহার সামগ্রী নিয়ে কে ক্র্যাফটের এবারের বিশেষ সংগ্রহ। রয়েছে লাল সবুজের শাড়ি। এছাড়াও আছে আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি ও বিভিন্ন প্যাটার্নের টপস। শীতে উষ্ণতায় আছে লাল সবুজের শাল। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, শাল। শিশুদের জন্য রয়েছে নানান পোশাকের আয়োজন। থাকছে বাবা-মায়ের সঙ্গে সন্তানদের, যুগল ও পরিবারের সকল সদস্যদের মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক। বিজয় আয়োজন সাজিয়েছে প্রধানত জামদানী, কাঁথা, মান্ডালা, জিওমেট্রিক, ঐতিহ্যগত নানান মোটিফের অনুপ্রেরণায়। এছাড়াও থাকছে দেশের মানচিত্র নিয়ে করা বিভিন্ন পোশাক।
শীতের আয়োজন: মেয়েদের ভিন্ন স্টাইলের ব্লেজার, ওপেন ফ্রন্ট ওভারকোট, জ্যাকেট, রিভার্সেবল জ্যাকেট, ফুল লেন্থ কটিং যা মিলিয়ে পরা যাবে জিন্স বা পছন্দের স্টাইলের প্যান্টের সাথে। ছেলেদের জন্য ফুলস্লিভশার্ট, পোলো, সোয়েটশার্ট, ক্যাজুয়ালশার্ট, কটিসহ অন্যান্য আরও শীতের পোশাক। বিভিন্ন রংয়ের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে শাল। এছাড়াও বছর শেষের আয়োজন হিসেবে চলছে বিভিন্ন পোশাকের ওপর ৫০ শতাংশ ছাড়।
রঙ বাংলাদেশ’য়ের বিজয় উৎসব, বিয়ের পোশাক ও শীতের আয়োজন: সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অতীতের ধারা অব্যাহত রেখে পোশাক সৃজনে বিজয়ের আয়োজন করেছে তারা।
বিজয় উৎসব: আল্পনা থিম হয়েছে কাপড়ের ক্যানভাসে। প্রধান রং হিসাবে বেছে নেওয়া হয়েছে লাল, সবুজের বিভিন্ন ধারা। সহকারী রং হিসেবে আছে কমলা ও টিয়া সবুজ। বড়দের নয়, ছোটদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। রয়েছে পরিবারের সব সদস্যদের মিলিয়ে পরার পোশাক। হাফসিল্ক কটন, জর্জেট, ভিসকস, লিলেন, সেমি পিওর কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, কাটিং সুইং ইত্যাদি।
বিয়ে উৎসব: এই আয়োজনে আছে দেশীয় কারিগরের হাতে তৈরি সুনিপুণ বিয়ের শাড়ি। পাঞ্জাবিসহ আনুসাঙ্গিক পোশাকের সংগ্রহ। শাড়ি সংগ্রহ সাজানো হয়েছে প্রধানত অরিয়েন্টাল রাগ থিমের নান্দনিক নকশায়। প্রধান রং হিসেবে সাদা, লাল, অ্যাশ ও বটল গ্রিন ব্যবহার করা হয়েছে। মসলিন ও বলাকা সিল্ক কাপড়ে শাড়ির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, এম্ব্রয়ডারি ও কারচুপির মাধ্যমে। শাড়ির সাথে রয়েছে মেলানো ব্লাউজ পিস, বটুয়া ব্যাগ ও মাস্ক।
শীত উৎসব: উইন্টার ট্রি’স থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীত সংগ্রহ। রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ভায়োলেট, ইয়েলো অকার, মেজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। কটন, টুইল, ভিসকস, হাফসিল্ক, নিট ও লিলেন কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে কাটিং সুইং, প্যাচওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট ও হাতের কাজে। ট্র্যাডিশনালের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহে রয়েছে। মেয়েদের রয়েছে শাড়ি, রেডি ব্লাউজ, পঞ্চ, লেডিস কটি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস্, শাল, শ্রাগ, লেডিজ কোট-প্যান্ট। শীত সংগ্রহের মূল আকর্ষণ শালও আছে। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট, শার্ট, কটির সঙ্গে শীত তাড়াতে থাকছে শাল। পাশাপাশি শিশুদেরও রয়েছে শীত পোশাক।
সিম্পলি স্পোর্টি থিমে সারা’র শীতের পোশাক: হালকা এবং ভারী শীতে পরার জন্য শতাধিক ডিজাইনের জ্যাকেটের সংগ্রহ সাজিয়েছে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় এবারের থিম হচ্ছে ‘সিম্পলি স্পোর্টি’। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে এবারের শীতের কালেকশন। টাফেটা, টুইল, ডেনিম ও টেনসিল ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলোর মধ্যে আছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, শর্ট স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। একইসঙ্গে নারীদের জন্য নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি। ৮শ’ থেকে ২ হাজার টাকার মধ্যে সব শীতের পোশাক সংগ্রহ করা যাবে রাজধানীর মিরপুর, বসুন্ধরা সিটি, রিং রোড, উত্তরাসহ তাদের বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে।
শীতের পোশাক নিয়ে ফিওনা: এই শীতে তারা নিয়েছে এসেছে বিভিন্ন ধরনের জ্যাকেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিওনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান দাবি করেন, “প্রথম দিন থেকেই ফিওনা মান সম্পন্ন কাপড় দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিল আর এখনও সেই গুণমান নিশ্চিত করে চলেছে। বসুন্ধরা সিটি, পুলিশ প্লাজা কনকর্ড ও ধানমন্ডি সপ্তক স্কয়ারে মিলতে তাদের এই আয়োজন।
লা রিভে উইন্টার ২০২২ কালেকশন: হারমোনি: মানুষ ও প্রকৃতির মাঝে পারস্পরিক নির্ভরতার সমীকরণ চিরন্তন। এই ঐকতানকে উপজীব্য লা রিভ হারমোনি/ঐকতান শিরোনামে নিয়ে এসেছে উইন্টার ২০২২ কালেকশন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “আন্তর্জাতিক ফ্যাশনের সকল ক্লাসিক ও কনটেম্পোরারি ডিজাইন এবং প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। প্যাটার্ন থেকে শুরু করে কাপড় নির্বাচনে এই সময়ের ফ্যাশন চাহিদা ও উপযোগিতার ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছি আমরা।”
পুরুষের জন্য বোম্বার, সফট কুইল্ট জ্যাকেট থেকে শুরু করে বাইকার, হুডি এবং কুইল্ট ও ক্যামোফ্লেজ ভেস্ট জ্যাকেট ডিজাইন করা হয়েছে এবার। নারীদের জন্য থাকছে সিঙ্গেল বাটন ওভারল্যাপ, শর্ট, মিড-লেংথ ও লং জ্যাকেট, ওভারকোট স্টাইল, বেল্টেড ও ফ্লিস জ্যাকেট। টাফেটা, ডেনিম, নিট ও টার্টান ফেব্রিকে এই জ্যাকেটগুলি বোনা হয়েছে। শিশুদের জন্যে ডিজাইন করা হয়েছে প্রিন্ট ও সিঙ্গেল কালার পাফার, হুডি ও সোয়েট জ্যাকেট। এছাড়া নোচড ল্যাপেল কলারের সেমি ফর্মাল ও ফর্মাল ব্লেজার পাওয়া যাবে নারী-পুরুষ-শিশু সব ক্যাটাগরিতেই। কামিজ, টিউনিক ও কোর-উইন্টার স্টাইলগুলোতে রয়েছে ফ্লেয়ার্ড হেমলাইন, রেট্রো র্যাপ, স্টেটমেন্ট কলার ও অর্নামেন্টাল বর্ডারলাইন। স্লিভ ও স্লিটের পাশাপাশি নেকলাইনে নোচ ল্যাপেল, হাইনেক, ক্রুনেক, শল, কেপ ও কিহোলের মতো ট্রেন্ডি কলারের ডিজাইন কালেকশনে বৈচিত্র্যে এনেছে। সব পোশাকেই পকেটস, ইনার ও টাই-আপের মতো ইউটিলিটি ফিচারের ব্যবহার বাড়ানো হয়েছে। আর্দি, হাই-কন্ট্রাস্ট ও প্যাস্টেল রংয়ের প্যালেটে সাজানো উইন্টার কালেকশনে আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা প্রিন্ট ও মোটিফ নিয়ে এসেছে তারা। স্যাচুরেটেড স্ট্রাইপস, ফ্লোরাল সোলেস, টার্টান পাওয়ার, শিফটেড ডাই ও ট্রান্সফর্মিং জিওমেট্রির মতো হাই-স্ট্রিট প্রিন্টগুলোতে রঙিন হয়েছে।
পাশাপাশি নারীদের জন্য শাল, সোয়েটার, কার্ডিগান, স্টেটমেন্ট কলার কামিজ, জ্যাকেট-স্টাইল টিউনিক, সিঙ্গেল বাটন ওভারল্যাপ, শ্রাগ, টার্টান ও টাই-ওয়েইস্ট টিউনিক, ফ্লেয়ার্ড ও স্ট্রেইট কামিজ ছাড়াও গ্ল্যাম-পার্টিতে পরার উপযোগি সালোয়ার কামিজ ডিজাইন করা হয়েছে। পুরুষের জন্যও থাকছে ফুল স্লিভ সোয়েটার, ফুল স্লিভ টিশার্ট, পোলো, ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট। শিশুদের জন্য শীত উপলক্ষ্যে ম্যাচিং সোয়েটশার্ট ও প্যান্ট সেট, ডেনিম ও কেপ জ্যাকেট, সোয়েটার, বিনি ক্যাপ, ক্যাজুয়ালশার্ট, টি ও পোলো শার্ট, টিউনিক, ফ্রক ও কমফোর্ট বটমস লঞ্চ করেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বেবি মিল্ক, ডায়াপার, বেবি ফুড অ্যান্ড টয়লেট্রিজ, ফিডিং আইটেমসহ চকলেট, টয় এবং বেবি ড্রেস-সুজ। এছাড়া সন্তানসম্ভাবা মা এবং নারীদের জন্য জুতা, ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের খাবার আইটেমও বিক্রি করছে প্রতিষ্ঠানটি বলে জানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে। মোহাম্মদপুর ও ধানমন্ডির শাখাতে মিলবে এসব পণ্য।
বেবি মিল্কের মধ্যে নান, নিডো, এপ্টামিল, কাউ অ্যান্ড গেট, ইনফামিল, সিমিলাক, ল্যাকটোজেন। ডায়াপারের মধ্যে প্যাম্পার্স, হাগিস, কিডজ, মলফিক্স, ম্যামিপকো, নিওকেয়ার, টুইঙ্কেল, সুপারমম, এভোনি। এছাড়া টয়লেট্রিজের মধ্যে এভিনো, বুটস, জনসন অ্যান্ড জনসন, মাদার কেয়ার, লিটল অ্যাঞ্জেলস, সেটাফিল, সেবামেড, কোডোমো। ফিডিং আইটেমের মধ্যে এভেন্ট, টমি টিপ্পি, ড. ব্রাউন্স, পার, ফারলিন, মেডেলা, রোকা রয়েছে। ভেজালে ভীড়ে খাঁটি পণ্য সাশ্রয়ী দামে দেওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি।
বিজয় দিবস ও শীত পোশাকের আয়োজন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ