বিনোদন প্রতিবেদক : বিজয়ের মাস উপলক্ষে আগামী ২ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে দেশের সবচেয়ে বড় কনসার্ট। বাংলা ব্যান্ড সংগীতের অবিস্মরণীয় একটি নাম আইয়ুব বাচ্চু। সবসময় বাংলা সংগীতের অগ্রযাত্রা নিয়ে ভাবতেন তিনি। বিশেষ করে বাংলা ব্যান্ড সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তিনি ছিলেন অগ্রগামীদের একজন।সেই ভাবনার সূত্রেই প্রায় ৯ বছর আগে কিংবদন্তি এই মিউজিশিয়ান প্রস্তাবনা রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে এবং দাবি করেন প্রতি বছরের ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণে যেন কনসার্ট করা হয়।পাশাপাশি দিনটি যেন ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়। তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ৯ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে ১ ডিসেম্বর পালিত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক ডে এবং কনসার্ট’।ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায় রূপ নিচ্ছে। চলতি বছর থেকে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যান্ড মিউজিক ফেস্ট। বাংলা ব্যান্ড মিউজিক নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)।আসন্ন ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই ও বামবা।চ্যানেল আই প্রাঙ্গণে মঙ্গলবার (২২ নভেম্বর) আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ গান বাংলার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদসহ দেশসেরা ব্যান্ডগুলোর প্রতিনিধিরা।ফরিদুর রেজা সাগর ধন্যবাদ জানান বামবাকে সেই সঙ্গে পৃষ্ঠপোষকতায় যারা এরই মধ্যে যুক্ত হয়েছেন এবং যারা হবেন তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।