নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আগের সরকারের ‘অপরিণামদর্শী অপচেষ্টার’ কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান।
তিনি বলেন, ‘পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্বনির্ভর, সমৃদ্ধ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। শুধু আমার নয়, আমরা সকলে- বিএনপি মনে করে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানী ঢাকায় বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সভায় ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই নির্বাচন নির্ধারিত সময়েই হবে। তিনি নিজে প্রচারণায় অংশ নেবেন। এ ঘোষণার পর নেতাকর্মীদের তুমুল করতালির মধ্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, ওয়ার্ডে-মহল্লায়, অলি- গলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ। ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফিরবেন বলে ইতিমধ্যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভার শুরুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সানা/ওআ/আপ্র/১৫/১২/২০২৫



















