ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের আকাঙক্ষা যেন ব্যর্থ না হয়: নজরুল ইসলাম

  • আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ২৪ এর বিজয়ের আকাঙক্ষা যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় অর্জন করা হয়েছে, সেটির আকাঙক্ষা যেন ব্যর্থ না হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা ধারণ করি হৃদয়ে। কিন্তু আমাদের বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচার পতনের বিজয়। প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। ৭১ এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনো সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান তার স্বীকৃতি দিতে হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বিখ্যাত শিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিজয়ের আকাঙক্ষা যেন ব্যর্থ না হয়: নজরুল ইসলাম

আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ২৪ এর বিজয়ের আকাঙক্ষা যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় অর্জন করা হয়েছে, সেটির আকাঙক্ষা যেন ব্যর্থ না হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা ধারণ করি হৃদয়ে। কিন্তু আমাদের বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচার পতনের বিজয়। প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। ৭১ এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনো সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান তার স্বীকৃতি দিতে হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বিখ্যাত শিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।