ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বিচ্ছেদ জল্পনাকে উড়িয়ে গণেশ চতুর্থীতে একসঙ্গে হাজির গোবিন্দ-সুনীতা

  • আপডেট সময় : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ডিভোর্স গুঞ্জনের মাঝেই একেবারে অন্যরূপে ক্যামেরার সামনে ধরা দিলেন গোবিন্দ ও সুনীতা। গণেশ চতুর্থী উপলক্ষে একসঙ্গে দেখা মিলল তাদের।

সম্প্রতি শোনা গিয়েছিল, সুনীতা এবং তার স্বামী গোবিন্দর দীর্ঘ বছরের বিবাহিত জীবন ভাঙনের পথে। যদিও গোবিন্দর আইনজীবী এই রটনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তবুও গুঞ্জন থামাতে পারেননি। তবে গণেশ চতুর্থীতে একসঙ্গে তাদের উদ্যাপন দেখে খানিকটা আশ্বস্ত হলেন অনুরাগীরাও।

গোবিন্দ এবং সুনীতা একসঙ্গে পাপারাৎজিদের মিষ্টি বিতরণও করেছেন। এ দিন বাবা-মা দু’জনেই তাদের সন্তান টিনা এবং যশবর্ধনের জন্য প্রার্থনা করতে বলেন। যেন তারা ক্যারিয়ারে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। এরই মাঝে একজন পাপারাজ্জি তারকা দম্পতিকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করে বসেন। কথা শেষ হওয়ার আগেই সুনীতা বলেন, ‘আচ্ছা আপনি কি বিতর্ক শুনতে এসেছেন, নাকি গণপতি দর্শন করতে এসেছেন? কোনো বিতর্কিত কথা বলবেন না প্লিজ।’

গোবিন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘গণপতির পূজা বলে কথা। এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আমি চাই আপনারা সবাই যশ এবং টিনার জন্য প্রার্থনা করুন। আমি গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি যে ওরা নিজেদের কাজের জায়গায় সফল হোক। অনেক বেশি নামডাক হোক।’

গত ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দ ও সুনীতার ডিভোর্সের খবর শোনা যাচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গ যখনই উঠেছে গোবিন্দর আইনজীবী অবশ্য একেবারেই ‘রটনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

‘আজ সবার গালে থাপ্পড়, গোবিন্দা শুধু আমার, অন্য কারো নয়’: গণেশ পূজার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারো নেই।

অভিনেত্রীর কথায়, ‘আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম?’

সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দা শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।’

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৮ বছরের। শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগও উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে। তবে বুধবার (২৭ আগস্ট) সকল অভিযোগ উড়িয়ে দেন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন ঘিরে মুখ খোলেন তাঁদের কন্যা টিনা আহুজাও। তিনি জানান, ‘এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের গুজবে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস সুনীতা এবং গোবিন্দকে কোথাও কখনও একসঙ্গে দেখা যায়নি। তবে গণেশ পুজো উপলক্ষে দু’জনকে একসঙ্গে দেখার পরে বিচ্ছেদ গুঞ্জনও অনেকাংশে মিটবে বলেই মনে করা যায়। গোবিন্দ-সুনীতা দম্পতিকে একসঙ্গে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা।

সানা/২৮/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচ্ছেদ জল্পনাকে উড়িয়ে গণেশ চতুর্থীতে একসঙ্গে হাজির গোবিন্দ-সুনীতা

আপডেট সময় : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: ডিভোর্স গুঞ্জনের মাঝেই একেবারে অন্যরূপে ক্যামেরার সামনে ধরা দিলেন গোবিন্দ ও সুনীতা। গণেশ চতুর্থী উপলক্ষে একসঙ্গে দেখা মিলল তাদের।

সম্প্রতি শোনা গিয়েছিল, সুনীতা এবং তার স্বামী গোবিন্দর দীর্ঘ বছরের বিবাহিত জীবন ভাঙনের পথে। যদিও গোবিন্দর আইনজীবী এই রটনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তবুও গুঞ্জন থামাতে পারেননি। তবে গণেশ চতুর্থীতে একসঙ্গে তাদের উদ্যাপন দেখে খানিকটা আশ্বস্ত হলেন অনুরাগীরাও।

গোবিন্দ এবং সুনীতা একসঙ্গে পাপারাৎজিদের মিষ্টি বিতরণও করেছেন। এ দিন বাবা-মা দু’জনেই তাদের সন্তান টিনা এবং যশবর্ধনের জন্য প্রার্থনা করতে বলেন। যেন তারা ক্যারিয়ারে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। এরই মাঝে একজন পাপারাজ্জি তারকা দম্পতিকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করে বসেন। কথা শেষ হওয়ার আগেই সুনীতা বলেন, ‘আচ্ছা আপনি কি বিতর্ক শুনতে এসেছেন, নাকি গণপতি দর্শন করতে এসেছেন? কোনো বিতর্কিত কথা বলবেন না প্লিজ।’

গোবিন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘গণপতির পূজা বলে কথা। এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আমি চাই আপনারা সবাই যশ এবং টিনার জন্য প্রার্থনা করুন। আমি গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি যে ওরা নিজেদের কাজের জায়গায় সফল হোক। অনেক বেশি নামডাক হোক।’

গত ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দ ও সুনীতার ডিভোর্সের খবর শোনা যাচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গ যখনই উঠেছে গোবিন্দর আইনজীবী অবশ্য একেবারেই ‘রটনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

‘আজ সবার গালে থাপ্পড়, গোবিন্দা শুধু আমার, অন্য কারো নয়’: গণেশ পূজার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারো নেই।

অভিনেত্রীর কথায়, ‘আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম?’

সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দা শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।’

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৮ বছরের। শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগও উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে। তবে বুধবার (২৭ আগস্ট) সকল অভিযোগ উড়িয়ে দেন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন ঘিরে মুখ খোলেন তাঁদের কন্যা টিনা আহুজাও। তিনি জানান, ‘এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের গুজবে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস সুনীতা এবং গোবিন্দকে কোথাও কখনও একসঙ্গে দেখা যায়নি। তবে গণেশ পুজো উপলক্ষে দু’জনকে একসঙ্গে দেখার পরে বিচ্ছেদ গুঞ্জনও অনেকাংশে মিটবে বলেই মনে করা যায়। গোবিন্দ-সুনীতা দম্পতিকে একসঙ্গে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা।

সানা/২৮/০৮/২০২৫