ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বিচ্ছেদের পথে পরীমনি, সাহস জোগাচ্ছেন সহকর্মীরা

  • আপডেট সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : অভিনেতা স্বামী শরীফুল ইসলাম রাজকে ডিভোর্স দিতে চলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে তিনি রাজের ঘর ছেড়ে বেরিয়ে গেছেন। ফেসবুক পোস্টে জানিয়েছেন, খুব শিগগির তিনি ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবেন বর্তমান স্বামী রাজকে। এ কাজে পরীমনিকে সাহস জোগাচ্ছেন তারই কয়েকজন সহকর্মী। গত শুক্রবার বিদায়ী বছরের শেষ দিনে দেওয়া একটি পোস্টে পরীমনি লেখেন, তিনি স্বামী রাজকে তার জীবন থেকে ছুটি দিয়ে দিয়েছেন। রবিবার একটি পোস্টে নায়িকা রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক। তাদের মধ্যে অভিনেত্রী এলিনা শাম্মী পরীমনির উদ্দেশ্যে লিখেছেন, ‘যেভাবে শান্তিতে থাকা যায়, সে ভাবেই থাকো। অসুস্থ সম্পর্কে একত্রে থাকার ফলাফল কখনোই সুখকর নয়। রাজ্যের মা নিশ্চয়ই রাজ্যকে যতেœ আগলে রেখে মানুষ করার যোগ্যতা রাখে। তুমি শক্তিশালী, তুমি পারবে ইনশাআল্লাহ।’ বিতর্কিত মডেল ও নবাগতা চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ লিখেছেন, ‘জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। তোমার বাবুর জন্য যেটা ভালো হয় সেটাই করো আপু, দোয়া রইলো। কোনো হেল্প বা সাপোর্ট লাগলে বলো, আমরা আছি।’ আরেক মডেল ও নবাগতা নায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘সময় সব আঘাত কমিয়ে দেয়। পরীর শান্তি যেখানে, পরী সেখানেই ভালো থাকুক। এতোটা পথ যেহেতু একা হেঁটে এসেছে, এবার রাজ্যকে সাথে নিয়ে দৌড়াবে। পরী আপু ভালো থাকুক, সহকর্মী এবং ভক্তদের এটাই দোয়া।’ নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ইংরেজিতে লিখেছেন, ‘ঝবহফরহম ুড়ঁ ধ ঃরমযঃ যঁম। অর্থাৎ, পরীমনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার সঙ্গে শক্ত আলিঙ্গনে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ‘ভয়ংকর সুন্দরী’ ভাবনা। অভিনেতা আরজু কায়েস লিখেছেন, ‘যে সম্পর্কে সম্মান কমে যায়, বারবার গায়ে হাত যে তুলতে পারে, রক্ত ঝরানোর ঘটনা যে ঘটাতে পারে, সে অস্বাভাবিক সব আচরণ করতে পারে। বড় বিপদ হওয়ার আগে সরে থাকাই ভালো।’
পরীমনির ‘মা’ সিনেমার পরিচালক অরন্য আনোয়ার লিখেছেন, ‘পাশে আছি পরী। তোমার অদম্য সাহসিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সময় সব কিছু নির্ধারণ করবে জানি।’ অর্থাৎ পরোক্ষভাবে সবাই পরীমনির ডিভোর্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পরীমনিকে সাহস জুগিয়েছেন। তবে সাধারণ নেটগেরিকদের মন্তব্য, এভাবে ইন্ধন দেওয়া উচিত নয়। সহকর্মী হিসেবে সবার উচিত পরীমনির সংসারটা যেন টিকে থাকে সেই পরামর্শ দেওয়া। অনেকের মন্তব্য, ‘একটা সংসার ভাঙা সহজ, গড়ে দেওয়া কঠিন।’ কারও আবার মন্তব্য, ‘সমস্যা প্রতিটি সম্পর্কেই থাকে। সেই সমস্যাগুলোর সমাধান করে একসঙ্গে পথচলাটাই সার্থকতা। আলাদা হয়ে যাওয়া কোনো সমাধান নয়।’ কেউ আবার পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ এবং পরীমনিকে পারিবারিকভাবে সবকিছুর সমাধান করার পরামর্শও দিয়েছেন। ২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। এ খবর প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে। একই পোস্টে পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিচ্ছেদের পথে পরীমনি, সাহস জোগাচ্ছেন সহকর্মীরা

আপডেট সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

বিনোদন প্রতিবেদক : অভিনেতা স্বামী শরীফুল ইসলাম রাজকে ডিভোর্স দিতে চলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে তিনি রাজের ঘর ছেড়ে বেরিয়ে গেছেন। ফেসবুক পোস্টে জানিয়েছেন, খুব শিগগির তিনি ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবেন বর্তমান স্বামী রাজকে। এ কাজে পরীমনিকে সাহস জোগাচ্ছেন তারই কয়েকজন সহকর্মী। গত শুক্রবার বিদায়ী বছরের শেষ দিনে দেওয়া একটি পোস্টে পরীমনি লেখেন, তিনি স্বামী রাজকে তার জীবন থেকে ছুটি দিয়ে দিয়েছেন। রবিবার একটি পোস্টে নায়িকা রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক। তাদের মধ্যে অভিনেত্রী এলিনা শাম্মী পরীমনির উদ্দেশ্যে লিখেছেন, ‘যেভাবে শান্তিতে থাকা যায়, সে ভাবেই থাকো। অসুস্থ সম্পর্কে একত্রে থাকার ফলাফল কখনোই সুখকর নয়। রাজ্যের মা নিশ্চয়ই রাজ্যকে যতেœ আগলে রেখে মানুষ করার যোগ্যতা রাখে। তুমি শক্তিশালী, তুমি পারবে ইনশাআল্লাহ।’ বিতর্কিত মডেল ও নবাগতা চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ লিখেছেন, ‘জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। তোমার বাবুর জন্য যেটা ভালো হয় সেটাই করো আপু, দোয়া রইলো। কোনো হেল্প বা সাপোর্ট লাগলে বলো, আমরা আছি।’ আরেক মডেল ও নবাগতা নায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘সময় সব আঘাত কমিয়ে দেয়। পরীর শান্তি যেখানে, পরী সেখানেই ভালো থাকুক। এতোটা পথ যেহেতু একা হেঁটে এসেছে, এবার রাজ্যকে সাথে নিয়ে দৌড়াবে। পরী আপু ভালো থাকুক, সহকর্মী এবং ভক্তদের এটাই দোয়া।’ নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ইংরেজিতে লিখেছেন, ‘ঝবহফরহম ুড়ঁ ধ ঃরমযঃ যঁম। অর্থাৎ, পরীমনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার সঙ্গে শক্ত আলিঙ্গনে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ‘ভয়ংকর সুন্দরী’ ভাবনা। অভিনেতা আরজু কায়েস লিখেছেন, ‘যে সম্পর্কে সম্মান কমে যায়, বারবার গায়ে হাত যে তুলতে পারে, রক্ত ঝরানোর ঘটনা যে ঘটাতে পারে, সে অস্বাভাবিক সব আচরণ করতে পারে। বড় বিপদ হওয়ার আগে সরে থাকাই ভালো।’
পরীমনির ‘মা’ সিনেমার পরিচালক অরন্য আনোয়ার লিখেছেন, ‘পাশে আছি পরী। তোমার অদম্য সাহসিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সময় সব কিছু নির্ধারণ করবে জানি।’ অর্থাৎ পরোক্ষভাবে সবাই পরীমনির ডিভোর্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পরীমনিকে সাহস জুগিয়েছেন। তবে সাধারণ নেটগেরিকদের মন্তব্য, এভাবে ইন্ধন দেওয়া উচিত নয়। সহকর্মী হিসেবে সবার উচিত পরীমনির সংসারটা যেন টিকে থাকে সেই পরামর্শ দেওয়া। অনেকের মন্তব্য, ‘একটা সংসার ভাঙা সহজ, গড়ে দেওয়া কঠিন।’ কারও আবার মন্তব্য, ‘সমস্যা প্রতিটি সম্পর্কেই থাকে। সেই সমস্যাগুলোর সমাধান করে একসঙ্গে পথচলাটাই সার্থকতা। আলাদা হয়ে যাওয়া কোনো সমাধান নয়।’ কেউ আবার পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ এবং পরীমনিকে পারিবারিকভাবে সবকিছুর সমাধান করার পরামর্শও দিয়েছেন। ২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। এ খবর প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে। একই পোস্টে পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।