বিদেশের খবর ডেস্ক : বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাÐে কানাডার সরকারের কাছে ‘সুর্নিদিষ্ট’ তথ্য থাকলে তা যেন ভারতকে দেওয়া হয়। বিষয়টি দিল্লি খতিয়ে দেখবে বলে জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কানাডায় ভারতীয় শিখ নেতা হারদীপ সিং হত্যাকাÐে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ অটোয়ার। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আমরা কানাডাকে জানিয়েছে এমন বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতিতে নেই। আমরা তাদের এও বলেছিলাম দেখুন, যদি আপনাদের কাছে নির্দিষ্ট তথ্য বা প্রাসঙ্গিক কিছু থাকে তবে আমাদের জানান। ঘটনাটি আমরা খোলামেলাভাবে খতিয়ে দেখবো।’ নিউ ইয়র্কে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গত কয়েক বছরে কানাডায় অনেক সংগঠিত অপরাধ দেখা গেছে, যা বিচ্ছিন্নতাবাদী শক্তি ও উগ্রপন্থার সঙ্গে জড়িত।’