ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিচারপতি মানিকের গাড়িতে হামলা

  • আপডেট সময় : ০২:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পল্টন এলাকা হয়ে গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
জানতে চাইলে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, আমরা এ রকম একটি হামলার খবর পেয়েছি। উনাকে (মানিক) আসতে বলা হয়েছে। তিনি আসুক। তার পরে শুনি দেখি কি ঘটেছে। বিচারপতি মানিকের গানম্যান মো. রফিক বলেন, পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টা দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয় স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়। কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিচারপতি মানিকের গাড়িতে হামলা

আপডেট সময় : ০২:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পল্টন এলাকা হয়ে গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
জানতে চাইলে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, আমরা এ রকম একটি হামলার খবর পেয়েছি। উনাকে (মানিক) আসতে বলা হয়েছে। তিনি আসুক। তার পরে শুনি দেখি কি ঘটেছে। বিচারপতি মানিকের গানম্যান মো. রফিক বলেন, পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টা দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয় স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়। কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে।