নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ঢাকার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হারুন উর রশীদসহ তিনজনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন গতকাল বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান। হারুন উর রশীদ ছাড়া বাকি দুই আসামি হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নি।
এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। অন্যদিকে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি দেন। গত ২ নভেম্বের গাড়িতে যাওয়ার সময় নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে আক্রান্ত হন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সে সময় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপিকর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ। পুলিশও তাই ধারণা করছে। পরে বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। ওই মামলায় মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন ও রফিককে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ- কমিশনার রাজীব আল মাসুদ।
বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হারুনসহ ৩ জন রিমান্ডে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ