ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত

  • আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ঘুষ নিয়ে মামলা তদবির করতে গেলে পরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআইয়ে নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চিনলা এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন। তিনি আদালতের সি আর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামে এক আসামির জামিনের সুপারিশ করে ঘুষ দিতে চান এবং জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় পরে বিচারক বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়।

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তারা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশের এসআই শাহরিয়ারকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মং চিনলা বলেন, ‘অভিযুক্ত শাহরিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তার বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসি/আপ্র/০৬/০১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত

আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

বরগুনা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ঘুষ নিয়ে মামলা তদবির করতে গেলে পরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআইয়ে নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চিনলা এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন। তিনি আদালতের সি আর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামে এক আসামির জামিনের সুপারিশ করে ঘুষ দিতে চান এবং জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় পরে বিচারক বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে মো. শাহরিয়ারকে আটক করা হয়।

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তারা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশের এসআই শাহরিয়ারকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মং চিনলা বলেন, ‘অভিযুক্ত শাহরিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তার বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসি/আপ্র/০৬/০১/২০২৫