ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

‘বিগ বস’র মঞ্চে শাহরুখ-কাজলকে নিয়ে আসবেন করণ

  • আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিগ বস’র ১৫তম সিজনের ওয়েব ভার্সন উপস্থাপনা করেছেন বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক করণ জোহর। গত কয়েকটি সিজন ধারাবাহিকভাবে উপস্থাপনা করে আসা বলিউড সুপারস্টার সালমান খানের পরিবর্তে এই সিজন থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি এক প্রশ্নের জবাবে ‘বিগ বস’-এ শাহরুখ-কাজল সব থেকে দারুণ জুটি হবে বলে মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যমের প্রশ্ন ছিল নিজের সিনেমাগুলো থেকে কোন কোন চরিত্রকে বিগ বসের প্রতিযোগী হিসেবে নিয়ে আসতে চান তিনি? জবাবে খ্যাতিমান এই পরিচালক বলেন, ‘আমি যদি আমার পুরোনো কোনো সিনেমা থেকে চরিত্র নিয়ে আসার সুযোগ পাই তবে ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে অঞ্জলি এবং রাহুলকে নিয়ে আসবো। আমার মনে হয় এ দুটি চরিত্রে অভিনয় করা শাহরুখ ও কাজল জুটির চেয়ে চমক জাগানিয়া আর কেউ হতে পারে না এই আসরে।’
‘বিগ বস’-এ শাহরুখ এবং কাজলকে নিয়ে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ‘শাহরুখ এবং কাজলের মধ্যে অসাধারণ একটি ব্যাপার রয়েছে। তারা দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারে। আমি মনে করি ‘বিগ বস’র জন্য এমন জুটিই দরকার।’ সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ। সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কাজলকে, এমন খবরও প্রকাশ করেছে বলিউডভিত্তিক অনেক গণমাধ্যম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বিগ বস’র মঞ্চে শাহরুখ-কাজলকে নিয়ে আসবেন করণ

আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : বিগ বস’র ১৫তম সিজনের ওয়েব ভার্সন উপস্থাপনা করেছেন বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক করণ জোহর। গত কয়েকটি সিজন ধারাবাহিকভাবে উপস্থাপনা করে আসা বলিউড সুপারস্টার সালমান খানের পরিবর্তে এই সিজন থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি এক প্রশ্নের জবাবে ‘বিগ বস’-এ শাহরুখ-কাজল সব থেকে দারুণ জুটি হবে বলে মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যমের প্রশ্ন ছিল নিজের সিনেমাগুলো থেকে কোন কোন চরিত্রকে বিগ বসের প্রতিযোগী হিসেবে নিয়ে আসতে চান তিনি? জবাবে খ্যাতিমান এই পরিচালক বলেন, ‘আমি যদি আমার পুরোনো কোনো সিনেমা থেকে চরিত্র নিয়ে আসার সুযোগ পাই তবে ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে অঞ্জলি এবং রাহুলকে নিয়ে আসবো। আমার মনে হয় এ দুটি চরিত্রে অভিনয় করা শাহরুখ ও কাজল জুটির চেয়ে চমক জাগানিয়া আর কেউ হতে পারে না এই আসরে।’
‘বিগ বস’-এ শাহরুখ এবং কাজলকে নিয়ে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ‘শাহরুখ এবং কাজলের মধ্যে অসাধারণ একটি ব্যাপার রয়েছে। তারা দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারে। আমি মনে করি ‘বিগ বস’র জন্য এমন জুটিই দরকার।’ সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ। সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কাজলকে, এমন খবরও প্রকাশ করেছে বলিউডভিত্তিক অনেক গণমাধ্যম।