প্রত্যাশা ডেস্ক: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। হত্যার বিচার চেয়ে শনিবার (১২ জুলাই) দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ছাত্র-জনতা। সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর-
শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, আজাদ শিকদার, হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
পাবিপ্রবি: ব্যবসায়ী পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বরগুনা: বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বরগুনা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী: বেলা ১১টায় সোনালী ব্যাংক মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে জেলা গণতান্ত্রিক ছাত্রসংসদের মোহাম্মদ মিরাজ ইমতিয়াজ, আহমেদ ফাহাদ, এ কে এম সিফার শুভ, আবু রাইয়ান, মো. সাকের, তানজিলা আক্তার শিমু, নাজমুল হক স্বাধীন ও নীরব শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
বেরোবি: দুপুরে জিলা স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলটি আবু সাঈদ চত্বরে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমতিয়াজ ইমতি শিক্ষার্থী রহমত আলী, ডা. জামিল প্রমুখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী: বেলা ১১টার দিকে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম-আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ: দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, মুখপাত্র সারফরাজ হক সজীব, জহিরুল ইসলাম, জাহিদুল হক বাধন, ফারদিন শেখ ও ফাহিম খন্দকার অনিক উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে: সকাল ১০টায় সারাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় রমজান মাহমুদ, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম রাজু, আসাদুল্লাহ, মাহবুবুর রহমান ও এনামুল হাসান আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠি: বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে করে। সমাবেশে শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা বক্তব্য দেন।
নাটোর: দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষমবিরোধী ছাত্রনেতা শেখ ওবাইদুল্লাহ মিম, আব্দুস সামাদ শিশির, মাহফুজা রাহাত বুসরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর: দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ইসলামী যুব আন্দোলনের একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। যুব আন্দোলনের জেলা সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।
মেহেরপুর: বিকেল পাঁচটার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশিক রাব্বি, হাসনাত জামান সৈকত, হাসনাত আলী, মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
কুষ্টিয়া: বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বরে করে ইসলামী আন্দোলন। পরে মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে পৌর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার প্রমুখ।
পিরোজপুর: বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা সদস্যসচিব তাহমিদ আল নাসীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি ও জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একেএম জাবিদ হাসান প্রমুখ।
শরীয়তপুর: বিকেলে জেলার জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে এ রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু, আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ বক্তব্য রাখেন।